নীলাঞ্জনা নীলা একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। তিনি ২০১৪ সালে বাংলাদেশী সৌন্দর্য প্রতিযোগিতা, লাক্স চ্যানেল আই সুপারস্টার এর দ্বিতীয় রানার-আপ হয়েছেন।পরবর্তীতে তাকে বিভিন্ন বিজ্ঞাপন চিত্রের মডেল এবং নাটকে অভিনয় করতে দেখা যায়।
প্রাথমিক জীবন
নীলাঞ্জনা নীলা ১৩ই অক্টোবর, ১৯৯৬ সালে সিলেটে জন্মগ্রহন করেন ।
কর্মজীবন
২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে দ্বিতীয় রানার্সআপ হয়ে নীলা টেলিভিশনে তার কর্মজীবন শুরু করেন। তিনি বেশ কিছু টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার শোবিজ ক্যারিয়ার শুরু করেন। বিজ্ঞাপন চলচ্চিত্রের আসার পর, তিনি সেভেন আপের টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে সাফল্য অর্জন করেন, যার জন্য তিনি সমালোচকদের প্রশংসা লাভ করেন।
যার জন্য তিনি সেরা মডেলের মনোনয়ন অর্জন করেন। পাশাপাশি তাকে সেভেন আপের বিলবোর্ডেও দেখা যায়।নীলা বিভিন্ন বাংলাদেশী ও বহুজাতিক ব্রান্ডের সাথে যুক্ত হয়েছেন। নীলাকে বিভিন্ন ব্র্যান্ড যেমন- সেভেন আপ, বাংলালিংক, ক্লোজ আপ, ইতালিয়ানো মেলামাইন (আরএফএল), রিং আইডি, ক্রিসেন্ট ফুটওয়্যার (২০১৬) এবং আরো অনেক ব্র্যান্ডের মডেল হয়েছেন।
২০১৭ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ টেলিভিশন শিল্পে অসাধারণ পারফরম্যান্সের জন্য লাক্স ইমার্জিং তারকা পুরস্কার লাভ করেন। সম্প্রতি তিনি বদরুল আনাম সৌদ পরিচালিত তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “গহীন বালুচর” এর অভিনয় সম্পন্ন করেছেন।চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন না করলেও এতে ‘নিশি’ চরিত্রে নীলার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।
নীলাঞ্জনা নীলা রূপঙ্করের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এতে তার সহশিল্পী ছিলেন তানভীর। গানটিতে নীলার নান্দনিক উপস্থিতি দর্শককে মুগ্ধ করে।
টেলিভিশন
নীলাঞ্জনা নীলা অভিনীত টেলিফিল্ম গুলো হলঃ
- তারই প্রতীক্ষায়
- মিড নাইট ব্ল্যাক কফি মেহেক
- সম্পর্কের বাইরে নুসরাত
- প্রাণ প্রিয় পত্নী আখি
- বিহগ বালিকা নীরা
- কাজল কাজল
- ময়না পাখি
- চার দুগণে আট শাপলারানি
- গল্প ভুলে গেছি নীলা
- বুলেটপ্রুপ ম্যারেজ ফারিয়া
- রক্ত লেখা
- যাদুবিদ্যা সোহাগী
- জল বউ মোহিনী বিস্মৃতি নীলা
- দুর্গতি নিশি
- সমগ্র বাংলাদেশ ৫ টন
- বাহানা
- হাঁচছি
- অংকশলোক
- জান
- প্রত্যাবর্তন
- ক্রিকেট ফ্যান্স ক্লাব
- বড় বাড়ি ছোট বাড়ি
- অংশ বিশেষ
চলচ্চিত্রের তালিকা
- ২০১৭ গহীন বালুচর
পুরস্কার এবং মনোনয়ন
- ২০১৭ ৬ষ্ঠ লাক্স আরটিভি তারকা পদক
- ২০১৪ লাক্স-চ্যানেল আই সুপারস্টার
আরও দেখুনঃ