৩০ এপ্রিল হত্যা করা হবে সালমানকে -এর খবর দিয়ে শুরু করছি ফিল্ম খাতের সম্প্রতি ঘটে যাওয়া নিউজ। আমরা ফিল্ম খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
সারা সপ্তাহের খবর
এফডিসির বেতন সপ্তাহখানেকের মধ্যে হবে
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ২২৩ কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন সপ্তাহখানেকের মধ্যে পরিশোধ করা হতে পারে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। এফডিসির কর্মকর্তা থেকে মালি, ক্লিনার, নিরাপত্তারক্ষী—কোনো কর্মীই জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন-ভাতা পাননি। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে কর্মীদের মধ্যে অসন্তোষের খবর মিলেছে। এর মধ্যে ১০ এপ্রিল এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে বেতনের দাবিতে একটি চিঠি দিয়েছে এফডিসি কলাকুশলী ও কর্মচারী লীগ।
উপমহাদেশীয় সিনেমা আমদানির অনুমতি
সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় নতুন করে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। ১০ এপ্রিল সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে পাঁচ শর্তে পরীক্ষামূলকভাবে এ অনুমতি দেওয়া হয়।
৩০ এপ্রিল হত্যা করা হবে সালমানকে
১০ এপ্রিল সোমবার মুম্বাইয়ে মহাধুমধামের সঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার মুক্তি পেল। ট্রেলারে সালমানের সংলাপ, অভিব্যক্তি ও অভিনয় ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। এসব আলাপের মধ্যে রাতেই আবার হত্যার হুমকি দেওয়া হলো বলিউডের ভাইজানকে। এবার অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তি সালমানকে হত্যার তারিখও জানিয়ে দিল মুম্বাই পুলিশকে।
সুইফটের ৬ বছরের প্রেম ভেঙ্গে গেল
মার্কিন গায়িকা টেইলর সুইফটের প্রেম ভেঙে গেছে। ২০১৬ সালে হলিউড তারকা টম হিডেলস্টোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর গোপনে প্রেম শুরু করেন ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে। কিন্তু এ সম্পর্কও টিকল না। দীর্ঘ ছয় বছর প্রেমের পর স্বেচ্ছায় আলাদা হয়ে গিয়েছেন দুজন।
বাংলাদেশের সিনেমা প্রযোজনা করবে আরবাজ খান
গল্প পেলে বাংলাদেশের সিনেমা প্রযোজনা করবেন বলিউডের প্রযোজক, পরিচালক ও অভিনেতা আরবাজ খান। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি বলিউড তারকা সালমান খানের ভাই। ০৭ এপ্রিল দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন আরবাজ খান। এখানে এসে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হলে তিনি এসব কথা বলেন। সেই সঙ্গে প্রয়োজন হলে বাংলাদেশে সিনেমার শুটিংও করবেন বলে জানিয়েছেন এই বলিউড অভিনেতা।

শ্রাবন্তীর নামে অভিযোগ
ব্যক্তিজীবনে বেশি আলোচনায় থাকেন শ্রাবন্তী। এত দিন স্বামী বা প্রেমিক নিয়ে আলোচনায় থাকলেও এবার পড়লেন ব্যবসায়িক ঝামেলায়। শ্রাবন্তী নাকি টাকা নিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। টাকা নিয়ে গ্রাহকদের জিমে ভর্তি করালেও জিম নাকি বন্ধ। এ নিয়ে থানায় অভিযোগ করেছেন গ্রাহক।
বেতন না পেলে কর্মবিরতির হুঁশিয়ারি এফডিসির কর্মীদের
তিন মাস ধরে বেতন পাচ্ছেন না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ২২৩ কর্মকর্তা–কর্মচারী। সামনে ঈদ, উৎসব ভাতা তো দূরে থাক, বেতন পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বেতনের দাবিতে সোচ্চার হয়েছেন কর্মীরা। বেতনের দাবিতে করণীয় নির্ধারণে সকালে এফডিসির কলাকুশলী ও কর্মচারী লীগ কার্যালয়ে বৈঠকে বসেছিলেন কর্মীরা।
আমিশা প্যাটেলের নামে গ্রেপ্তারি পরোয়ানা
জালিয়াতি ও চেক প্রতারণার মামলায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন রাঁচির একটি আদালত। খবর হিন্দুস্তান টাইমসের। আমিশা প্যাটেলের সঙ্গে তাঁর ব্যবসায়িক সহযোগী ক্রুনালের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রিয়া চক্রবর্তীর ফিরে আসা
বলিউড নায়ক সুশান্ত সিং আত্মহত্যার ‘দায়ভার’প্রেমিকা রিয়ার ওপর চাপানো হয়েছিল। পাশাপাশি মাদক–কাণ্ডেও বাজেভাবে জড়িয়ে পড়েছিলেন রিয়া আর তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। সে জন্য তাঁকে হাজতবাস পর্যন্ত করতে হয়েছিল। অনেকেই তখন ভেবেছিলেন, রিয়া চক্রবর্তীর ক্যারিয়ার শেষ। আর মূল স্রোতে ফিরবেন না এই বলিউড অভিনেত্রী। তবে তিনি ফিরছেন কিন্তু ছবির নায়িকা হয়ে নয়, তাঁকে দেখা যাবে জনপ্রিয় রিয়েলিটি শো ‘এমটিভি রোডিজ ১৯’-এ।
কোরিয়ান অভিনেত্রীর মরদেহ উদ্ধার
নেটফ্লিক্সের ‘জম্বি ডিটেকটিভ’ সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়া দক্ষিণ কোরিয়ার তরুণ মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়াল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ২৬ বছর। ১১ এপ্রিল মঙ্গলবার নিজের বাসা থেকে চাই-ইয়ালের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম স্টার নিউজ। পরে তাঁর এজেন্সি এসের তরফ থেকেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে; তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
আরও পড়ুনঃ