Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

শিবদাস বন্দ্যোপাধ্যায়

শিবদাস বন্দ্যোপাধ্যায়

শিবদাস বন্দ্যোপাধ্যায় ,জন্ম পূর্ববঙ্গে, স্কুল শিক্ষার শুরু হয় সেখানেই। দেশ ভাগের কারণে উদ্বাস্তু হয়ে কলকাতায় আসেন এবং বাঁশদ্রোণীতে দিদির বাড়িতে আশ্রয় পান। আশুতোষ কলেজ থেকে স্নাতক হওয়ার পর কিছুদিন খানপুর স্কুলে শিক্ষকতা করেছেন। ছোটবেলা থেকেই লেখালেখির শুরু. আনন্দবাজার, দেশ এবং বসুমতী পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছিল।

 

 

শিবদাস বন্দ্যোপাধ্যায়

 

প্রথম জীবনেই বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন এবং খাদ্য আন্দোলনে অংশ নিয়ে পুলিসের হাতে নিগৃহীত হন। খাদ্য আন্দোলনের সময় তাঁর লেখা ‘লাইন লাগাও লাইন লাগাও’ এবং পরবর্তীকালে মানুষ মানুষের জন্য’, ‘আমি এক যাযাবর’, ‘বিস্তীর্ণ দুপারে’, ‘গঙ্গা আমার মা’, ‘আজ জীবন খুঁজে পাবি’ ‘ভারতবর্ষ সূর্যের এক নাম’ ইত্যাদি গণসঙ্গীত অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।

 

 

পঞ্চাশের দশকে তিনি আকাশবাণীর গীতিকার হিসাবে যোগ দেন। ঐ দশকের শেষ দিক থেকে তিনি চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত হন গীতিকার হিসাবে। অসিত সেন পরিচালিত চলাচল (১৯৫৬) ছবিতে তাঁর লেখা গান ব্যবহৃত হয়েছিল।

সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় পঁচাশিটি ছবির জন্য গান রচনা করেছেন। কাজ করেছেন নচিকেতা ঘোষ, অপরেশ লাহিড়ী, কালীপদ সেন, রবীন চট্টোপাধ্যায়, অনিল বাগচী, হেমন্ত মুখোপাধ্যায়, অজয় দাস, শৈলেশ রায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি উল্লেখযোগ্য সংগীত পরিচালকের সাথে। মানু সেন পরিচালিত দিন যায় (১৯৮৭) ছবির জন্য গান রচনার পাশাপাশি চিত্রনাট্যও রচনা করেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —

আরও দেখুনঃ

Exit mobile version