Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

নির্মলকুমার চক্রবর্তী । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

নির্মলকুমার চক্রবর্তী

নির্মলকুমার চক্রবর্তী এর জন্ম কলকাতায়। আশুতোষ কলেজ থেকে স্নাতক (বি.কম) হওয়ার পর কিছুদিন হাইকোর্টে চাকরি করেন। শিল্পী জীবনের শুরুতে কিছুদিন ভারতীয় গণনাট্য সংঘের সাথেও যুক্ত ছিলেন।

 

 

নির্মলকুমার চক্রবর্তী । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

প্রথম অভিনয় মধু বসু পরিচালিত শেষের কবিতা (১৯৫৩) ছবিতে নায়ক অমিতের ভূমিকায়। সমগ্র চলচ্চিত্র জীবনে ষাটটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। মধু বসু ছাড়াও কাজ করেছেন সুশীল মজুমদার, তপন সিংহ, অজয় কর, চিত্ত বসু, নির্মল দে, বিকাশ রায়, অসিত সেন, সতীশ দাশগুপ্ত, পার্থপ্রতিম চৌধুরী প্রভৃতি উল্লেখযোগ্য চলচ্চিত্র পরিচালকের সাথে।

 

 

অভিনীত কয়েকটি উল্লেখাযোগ্য চরিত্র সুনীল (উপহার, ১৯৫৫), অলক (দুজনায়, ১৯৫৫); অবিনাশ (চলাচল, ১৯৫৬), জেলার (লৌহকপাট, ১৯৫৮), বিমল (ক্ষণিকের অতিথি, ১৯৫১); ঘেটুর ছোটকা (ছায়াসূর্য, ১৯৬৩); অম্বরীশ (লাল পাথর, ১৯৬৪), সিদ্ধার্থ (দোলনা, ১৯৬৫), গহর (কমললতা, ১৯৬৯) ইত্যাদি।

চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চেও অভিনয় করেছেন। ‘আনন্দম’ নামে একটি নাট্যগোষ্ঠী তৈরি করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য স্বনামধন্য অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় তাঁর স্ত্রী।

 

 

চলচ্চিত্রপঞ্জি —

আরও দেখুনঃ

Exit mobile version