শিবদাস বন্দ্যোপাধ্যায়

শিবদাস বন্দ্যোপাধ্যায় ,জন্ম পূর্ববঙ্গে, স্কুল শিক্ষার শুরু হয় সেখানেই। দেশ ভাগের কারণে উদ্বাস্তু হয়ে কলকাতায় আসেন এবং বাঁশদ্রোণীতে দিদির বাড়িতে আশ্রয় পান। আশুতোষ কলেজ থেকে স্নাতক হওয়ার পর কিছুদিন খানপুর স্কুলে শিক্ষকতা করেছেন। ছোটবেলা থেকেই লেখালেখির শুরু. আনন্দবাজার, দেশ এবং বসুমতী পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছিল।

 

শিবদাস বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

শিবদাস বন্দ্যোপাধ্যায়

 

প্রথম জীবনেই বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন এবং খাদ্য আন্দোলনে অংশ নিয়ে পুলিসের হাতে নিগৃহীত হন। খাদ্য আন্দোলনের সময় তাঁর লেখা ‘লাইন লাগাও লাইন লাগাও’ এবং পরবর্তীকালে মানুষ মানুষের জন্য’, ‘আমি এক যাযাবর’, ‘বিস্তীর্ণ দুপারে’, ‘গঙ্গা আমার মা’, ‘আজ জীবন খুঁজে পাবি’ ‘ভারতবর্ষ সূর্যের এক নাম’ ইত্যাদি গণসঙ্গীত অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।

 

শিবদাস বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

পঞ্চাশের দশকে তিনি আকাশবাণীর গীতিকার হিসাবে যোগ দেন। ঐ দশকের শেষ দিক থেকে তিনি চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত হন গীতিকার হিসাবে। অসিত সেন পরিচালিত চলাচল (১৯৫৬) ছবিতে তাঁর লেখা গান ব্যবহৃত হয়েছিল।

সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় পঁচাশিটি ছবির জন্য গান রচনা করেছেন। কাজ করেছেন নচিকেতা ঘোষ, অপরেশ লাহিড়ী, কালীপদ সেন, রবীন চট্টোপাধ্যায়, অনিল বাগচী, হেমন্ত মুখোপাধ্যায়, অজয় দাস, শৈলেশ রায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি উল্লেখযোগ্য সংগীত পরিচালকের সাথে। মানু সেন পরিচালিত দিন যায় (১৯৮৭) ছবির জন্য গান রচনার পাশাপাশি চিত্রনাট্যও রচনা করেন।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫৬ চলাচল,
  • ১৯৫৭ মমতা,
  • ১৯৬০ আকাশ পাতাল, অজানা কাহিনী:
  • ১৯৬১ দিল্লী থেকে কলকাতা, আজ কাল পরশু
  • ১৯৬৫ সুরের আগুন দোলনা
  • ১৯৬৬ অশ্রু দিয়ে লেখা
  • ১৯৬৯ মায়া, পান্না হীরে চুণী:
  • ১৯৭০ স্বর্ণশিখর প্রাঙ্গণে।
  • ১৯৭১ এখানে পিঞ্জর, প্রথম বসন্ত:
  • ১৯৭২ বিরাজ বৌ, শেষ পর্ব, ছিন্নপত্র:
  • ১৯৭৪ ছন্দপতন, সাধু যুধিষ্ঠিরের কড়চা:
  • ১৯৭৬ জীবন নিয়ে, মোহনবাগানের মেয়ে
  • ১৯৭৭ বেহুলা লখীন্দর;
  • ১৯৭৮ চারমূর্তি, রঙের সাহেব, মান অভিমান।
  • ১৯৭৯ চামেলী মেমসাহেব, প্রতিবিম্ব, পরিচয়, নবদিগন্ত
  • ১৯৮০ বাতাসী, দর্পচূর্ণ, রাজাসাহেব
  • ১৯৮১ ফাদার, মানিকটাদ, সুবর্ণ গোলক:
  • ১৯৮২ দূরের নদী, সন্ধান, শঠে শাঠ্যৎ,
  • ১৯৮৩ দিন যায়, কাউকে বোলো না:
  • ১৯৮৪ বিষবৃক্ষ, দীপার প্রেম, প্রার্থনা, সমাপিকা:
  • ১৯৮৬ অনুরাধা, প্রেমবন্ধন, প্রেম ও পাপ
  • ১৯৮৭ গায়ক, মৌন মুখর, তানিয়া
  • ১৯৮৮ মা এক মন্দির, পথে যেতে যেতে
  • ১৯৮৯ কড়ি দিয়ে কিনলাম
  • ১৯৯০ ভাঙাগড়া, রাজাবাদশা।
  • ১৯৯১ জীবন প্রদীপ, নীলিমায় নীল:
  • ১৯৯২ নতুন সংসার
  • ১৯৯৩ অতিথি শিল্পী, কন্যাদান, শক্তি, শঙ্কা, সুখের স্বর্গ:
  • ১৯৯৪ বাবা লোকনাথ, লাল পান বিবি, রাজার রাজা, সালমা সুন্দরী:
  • ১৯৯৫ সংসার সংগ্রাম:
  • ১৯৯৬ বনফুল, কর্ণ, মহান:
  • ১৯৯৭ বড় বৌ, লোফার
  • ১৯৯৯ জীবন নিয়ে খেলা, সন্তান:
  • ২০০০ ত্রিশূল
  • ২০০১ অরণ্যবহ্নি, আমার স্বপ্ন তুমি, শেষ বিচার:
  • ২০০২ বাঙালীবাণু, চন্দ্রমল্লিকা,
  • ২০০০ চোর ভগবান
  • ২০০৪ আমি যে কে তোমার, সমুদ্রসাক্ষী
  • ২০০৬ অগ্নিশপথ।

আরও দেখুনঃ

Leave a Comment