Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

শমিতা বিশ্বাস । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

শমিতা বিশ্বাস

শমিতা বিশ্বাসঃ ১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।

দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।

 

 

শমিতা বিশ্বাস । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

জন্ম কলকাতায়। প্রথম চলচ্চিত্রাভিনয় তপন সিংহ পরিচালিত অতিথি (১৯৬৫) ছবিতে তারাপদর মার ভূমিকায়। চল্লিশটিরও বেশি ছবিতে কাজ করেছেন পিনাকী মুখোপাধ্যায়, বিজয় বসু, সলিল সেন, অর্দ্ধেন্দু মুখোপাধ্যায়, পীযূষ বসু, উত্তমকুমার, তরুণ মজুমদার সহ বহু পরিচালকের সাথে।

 

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র মানু (হাটে বাজারে, ১৯৬৭); সুশীলা (বাঘিনী, ১৯৬৮); রাধা (ফুলেশ্বরী, ১৯৭৪) বারবনিতা (সংসার সীমান্তে ১৯৭৫): ভবেশের স্ত্রী (বাঘবন্দী খেলা, ১৯৭৫) ইত্যাদি। চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার মঞ্চে এবং গণনাট্য সংঘের নাটকে অংশ নিয়েছেন।

 

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —

 

আরও দেখুনঃ

Exit mobile version