জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি । সারা সপ্তাহের খবর

ফিল্ম গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি-র খবর দিয়ে শুরু করছি ফিল্ম গুরুকুলের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : নোংরা রাজনীতির শিকার প্রিয়াঙ্কা, মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, ‘যৌনকর্মী’ বলায় নেটফ্লিক্সকে আইনি নোটিশ, অভিনেত্রী রুচিস্মিতার আত্মহত্যা, বাংলাদেশ নারী ফুটবল ও ক্রিকেট দল এর সঙ্গে গান গাইলেন সাবিনা ইয়াসমিন, ১২ কোটি টাকায় গাড়ি কিনলেন শাহরুখ, বিশ্ব নাট্য দিবস উদ্‌যাপন, জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি, সালমানকে হত্যার হুমকি দেওয়া সেই যুবক গ্রেপ্তার।

 

জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি
জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি

 

জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি । সারা সপ্তাহের খবর

 

নোংরা রাজনীতির শিকার প্রিয়াঙ্কা

লিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ে করেছেন সংগীতশিল্পী নিক জোনসকে। গত ছয়–সাত বছরে বলিউডে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান বলিউড ছাড়ার কারণ। ‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে বলিউডে এখন তাঁকে দেখা না যাওয়ার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘বলিউডে আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না। অনেকের সঙ্গে আমার ঝামেলাও হয়েছিল। নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি।’

 

জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি
জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি

 

মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

প্রথমবার মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন মাহি। পারিবারিক সূত্রে জানাগেছে, মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

 

জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি
জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি

 

‘যৌনকর্মী’ বলায় নেটফ্লিক্সকে আইনি নোটিশ

নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘দ্য বিগ ব্যাং থিওরি’। এই শোয়ের একটি পর্বে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ‘যৌনকর্মী’ বলে উল্লেখ করা হয়েছে। আর এতেই বিপাকে পড়েছে নেটফ্লিক্স। তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার। নেটফ্লিক্সের মুম্বাই অফিসে পাঠানো হয় এই নোটিশ।

অভিনেত্রী রুচিস্মিতার আত্মহত্যা

বেড়াতে এসেছিলেন ওডিশার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা রুচিস্মিতা গুরু। বালঙ্গির জেলায় সেই চাচার বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে গত রোববার। ঠিক কী কারণে এই অভিনেত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

 

জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি
জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি

 

বাংলাদেশ নারী ফুটবল ও ক্রিকেট দল এর সঙ্গে গান গাইলেন সাবিনা ইয়াসমিন

ঈদ উৎসব সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ শেষ হয়েছে। মিরপুর ইনডোর স্টেডিয়ামে ধারণ করা এবারের ঈদ ‘ইত্যাদি’তে দেশাত্মবোধক গান গাইলেন সাবিনা ইয়াসমীন। আর এই গানে পর্দায় দেখা যাবে বাংলাদেশ নারী ফুটবল ও ক্রিকেট দলের খেলোয়াড়দের।

 

জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি
জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি

 

১২ কোটি টাকায় গাড়ি কিনলেন শাহরুখ

গত ২৫ জানুয়ারি মুক্তির পর তাঁর সিনেমা ‘পাঠান’ এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। ছবির সাফল্যের পর শাহরুখ নিজের সবচেয়ে দামি গাড়ি কিনেছেন বলে খবর। দাম বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৭০ লাখ টাকার বেশি। বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক ব্র্যান্ড রোলস রয়েসের নতুন মডেলের গাড়ি কিনেছেন অভিনেতা।

বিশ্ব নাট্য দিবস উদ্‌যাপন

বিশ্বজুড়ে নাট্যকর্মী ও শিল্পীর মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি ও সৌহার্দ্য স্থাপন, নাটকের বার্তা ছড়িয়ে নানা আয়োজনে ঢাকায় বিশ্বনাট্য দিবস উদ্‌যাপিত হলো।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্যকর্মী, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে বিকেল পাঁচটায় শোভাযাত্রা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি
জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি

 

জন্মদিনে রাম চরণ এর নতুন ছবি

‘আরআরআর’-এর কল্যাণে রাম চরণের পরিচিতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। অস্কারজয়ী সিনেমাটির নায়ক রাম রচণের আজ ৩৮তম জন্মদিন। জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। তার নতুন ছবির নাম ‘গেম চেঞ্জার’, দেখা যাবে জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকেও। অভিনেত্রীও ইনস্টাগ্রামে ছবিটির ঘোষণা শেয়ার করেছেন।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সালমানকে হত্যার হুমকি দেওয়া সেই যুবক গ্রেপ্তার

‘সময় পার হয়ে গেলে কিন্তু আর মনে করাব না। পরের বার শুধু ঘটনাটাই দেখবে’—সালমান খানের উদ্দেশে ই–মেইলে এ হুমকি দিয়েছিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সেই অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের জালে এসেছেন। এখন একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেলছে খান পরিবার ও মুম্বাই পুলিশ প্রশাসনে। যোধপুরের লুনি এলাকার ২১ বছরের যুবক ধাকড় রাম বিষ্ণোই ই–মেইলটি পাঠিয়েছিলেন। গতকাল রোববার যোধপুর পুলিশ অভিযুক্ত ধাকড় রামকে মুম্বাই পুলিশের হাতে তুলে দিয়েছিল।

আরও দেখুনঃ

Leave a Comment