Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

রবীন দাস

রবীন দাস

রবীন দাস,জন্ম কলকাতায়।প্রথাগত শিক্ষা ম্যাট্রিকুলেশন পর্যন্ত। শব্দযন্ত্রী মধু শীলের সাথে পরিচয়ের সুবাদে চলচ্চিত্র শিল্পে যোগ দেন কে তুলসান প্রতিষ্ঠিত নিউ টকীজ প্রযোজনা সংস্থায়। সম্পাদক রাজেন চৌধুরীর সহকারী হিসাবে কাজ শুরু করেন।

 

 

রবীন দাস

 

হিমাদ্রি চৌধুরী পরিচালিত দুঃখে যাদের জীবন গড়া (১৯৪৬) ছবিতে রাজেন চৌধুরীর সাথে যুগ্ম ভাবে সম্পাদনার কাজ করেছিলেন। স্বাধীন সম্পাদক হিসাবে প্রথম ছবি বিনয় বন্দ্যোপাধ্যায় পরিচালিত শান্তি (১৯৪৬)। প্রায় পঞ্চাশ বছরের চলচ্চিত্র জীবনে নব্বইটি ছবিতে সম্পাদক হিসাবে কাজ করেছেন।

 

 

উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন দেবকী বসু, চিত্ত বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায়, সুকুমার দাশগুপ্ত, অর্ধেন্দু মুখোপাধ্যায়, অরবিন্দ মুখোপাধ্যায়, অজিত গঙ্গোপাধ্যায়, বিজয় বসু, সলিল সেন প্রভৃতি।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —

 

আরও দেখুনঃ

Exit mobile version