ফিল্ম গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত।
আজকের আলোচনার বিষয়ঃ ঢাকায় গাইবেন অনুপম রায়, ভারতীয় সিনেমায় চমক, মারা গেছেন সতীশ কৌশিক, মালয়েশিয়ার সিনেমা নিয়ে বিতর্ক, দৃশ্য কাটা হয়েছে ১০টি!, আরআরআর কি তৈরি করবে ইতিহাস ?, সতীশ কৌশিকের মৃত্যুতে নতুন খোলাসা, আসছে ‘রক্তবীজ’জুটি বাঁধছেন আবির-মিমি, আট ঘণ্টা মন্নতের মেকআপ রুমে লুকিয়ে ছিলেন দুই যুবক, ইচ্ছা ছিল শাহরুখ খানকে দেখবে।
ঢাকায় গাইবেন অনুপম রায়
ঢাকায় এসেছেন কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়। শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একটি ছবি ফেসবুকে পোস্ট করে অনুপম লিখেছেন, ‘এই নামলাম। বহুদিন বাদে বাংলাদেশে।’
বিমানবন্দর থেকে সোজা ঢাকার এক হোটেলে উঠেছেন তিনি। রাতে নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করবে তাঁর ব্যান্ড ‘দ্য অনুপম রায় ব্যান্ড’। এ আয়োজনে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নৃত্য পরিবেশনের কথা রয়েছে।
ভারতীয় সিনেমায় চমক
ভারতীয় নির্মাতা বিশ্ব রায়ের ‘ঘুম বারান্দা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া চমক। দুই দেশের বাঙালির আত্মিক সম্পর্ককে উপজীব্য করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে এক তারকা অভিনেতার স্ত্রীর চরিত্রে পাওয়া যাবে তাঁকে।
মারা গেছেন সতীশ কৌশিক
বলিউডের সুপরিচিত পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক আর নেই। মাত্র ৬৬ বছর বয়সেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই তারকা। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটারে এ খবর জানান প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের।
মালয়েশিয়ার সিনেমা নিয়ে বিতর্ক, দৃশ্য কাটা হয়েছে ১০টি!
মুক্তির আগেই মালয়েশিয়ার ‘পুলাউ’ নামের এক সিনেমা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। দেশটিতে সিনেমা নিয়ে এমন বিতর্ক গত কয়েক বছরে দেখা যায়নি। গত ১৬ জানুয়ারি অতিপ্রাকৃত থ্রিলার সিনেমাটির ট্রেলার প্রকাশের পরই বিতর্কের সূত্রপাত। সিনেমায় ‘যৌনতা নিয়ে ইঙ্গিতপূর্ণ’ দৃশ্য রয়েছে বলে অভিযোগ তুলেছেন কেউ কেউ।
আরআরআর কি তৈরি করবে ইতিহাস ?
চলতি মাসের ১২ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসতে চলেছে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতো এই বছরেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এবিসি থেকে। ১২ মার্চ, রবিবার বিকেল ৫ টা থেকে দেখা যাবে (মার্কিন যুক্তরাষ্ট্রের সময় ১ টা)। তবে এখন প্রশ্ন হল ভারত থেকে কখন, কোথা থেকে এই অস্কার অনুষ্ঠান দেখা যাবে। ১৩ মার্চ, ভারতীয় সময় অনুসারে ভোর সাড়ে ৫ টায় ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে।
সতীশ কৌশিকের মৃত্যুতে নতুন খোলাসা।
সকলের মন ভারাকান্ত করে পরপারে পাড়ি দিয়েছেন বলিউড অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। বৃহস্পতিবার অভিনেতার দেহ মুম্বইতে আনা হয়। ভার্সোভা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। দিল্লি পুলিশ সতীশ কৌশিকের মৃত্যুর মামলায় তদন্ত শুরু করেছেন, জানা গিয়েছে, সতীশ কৌশিকের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধন্দ রয়েছে সকলের।
দিল্লি পুলিশের তরফে জানা হয়েছে, অভিনেতার মৃত্যুর আসল কারণ জানার জন্য পুলিশ অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যে তদন্তকারী দল ফার্মহাউজে তদন্ত চালাতে শুরু করেছেন। কারণ এখানে অভিনেতা সতীশ দোলের পার্টির আয়োজনে বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন। তল্লাশি চালিয়ে পুলিশ সন্দেহজনক ওষুধও উদ্ধার করেছেন।

আসছে ‘রক্তবীজ’জুটি বাঁধছেন আবির-মিমি
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দাসের পরের সিনেমায় জুটি বাধতে চলেছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এই খবর প্রায় অনেকদিন ধরেই জেনেছেন অনুগামীরা। তবে এবার প্রকাশ্যে এল সিনেমার নাম থেকে ছবির প্রথম পোস্টার ।আসন্ন ছবির নাম ‘রক্তবীজ’।
আট ঘণ্টা মন্নতের মেকআপ রুমে লুকিয়ে ছিলেন দুই যুবক, ইচ্ছা ছিল শাহরুখ খানকে দেখবে
কিছুদিন আগেই কিংখানকে দেখার আশায় তার মন্নতের বাড়িতে ঢুকেছিলেন দুই অজ্ঞাত পরিচয়ের দুই যুবক। মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল তারা। পুলিশ সূত্রে এখন জানা গিয়েছে যে, যে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি অভিনেতার বাড়িতে ঢুকেছিলেন তারা শাহরুখ খানের মেকআপ রুমে প্রায় আট ঘন্টা লুকিয়ে অপেক্ষা করছিলেন কিংখানকে দেখার জন্যে।
আরও দেখুনঃ