অভিনেত্রীর মৃত্যুর ভুয়া খবর প্রচার -এর খবর দিয়ে শুরু করছি ফিল্ম খাতের সম্প্রতি ঘটে যাওয়া নিউজ। আমরা ফিল্ম খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
সারা সপ্তাহের খবর
যৌন ব্যবসার জড়িত সন্দেহে অভিনেত্রী গ্রেপ্তার
যৌন ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে অভিনেত্রী ও কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তালকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চের ১১ নম্বর ইউনিট গোরেগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী আরতিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় উদ্ধার হওয়া দুই মডেলকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
অভিনেত্রীর মৃত্যুর ভুয়া খবর প্রচার
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাইদা ইমতিয়াজের মৃত্যুর খবর ছড়িয়েছে দ্য ডনসহ বেশ কয়েকটি পাকিস্তানি গণমাধ্যমে। সোমবার দুপুরে তাঁর ভেরিভায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে তাঁর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। ইনস্টাগ্রাম থেকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে; শোকের ছায়া নেমে আসে ললিউডে। বিষয়টি নিয়ে আলোচনার পর সন্ধ্যায় সাইদা ইমতিয়াজের আইনি উপদেষ্টা ও ম্যানেজার মিয়ান শাহবাজ আহমেদ জিও নিউজকে জানান, সাইদা ইমতিয়াজ বেঁচে আছেন, পুরোপুরি সুস্থ আছেন। তিনি এখন লাহোরের বাসায় অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই ভিডিও বার্তা প্রকাশ করবেন তিনি।
চাঁদরাত জমজমাট করতে জেমস
ঈদুল ফিতরের চাঁদরাতে ‘সবই ভুল’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন ব্যান্ড তারকা জেমস। প্রয়াত গীতিকার বিশু শিকদারের সঙ্গে যৌথভাবে গানটি লিখেছিলেন তিনি; গানের সুরও করেছেন জেমস। গানটি প্রকাশিত হবে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে।
১৬ এপ্রিল সোমবার ঢাকায় বসুন্ধরার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ গানের ঘোষণা দিয়ে জেমস বলেন, ‘আপনারা আমার মনের মানুষ, প্রাণের মানুষ। আমার নিমন্ত্রণে চলে এসেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাই। চাঁদরাতে আমার নতুন গান প্রকাশ পাবে। গানটি প্রযোজনা করেছে বসুন্ধরা ডিজিটাল। গানটি তৈরিতে আমাকে পূর্ণরূপে স্বাধীনতা দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই।’
৬৩ বছর বয়সী গায়কের ষষ্ঠ সন্তান
ষষ্ঠ সন্তানের বাবা হলেন মালয়েশিয়ার পপ গায়ক জামাল আবদিল্লাহ। গত শুক্রবার কুয়ালালামপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। ৬৩ বছর বয়সী জামাল আবদিল্লাহ জানান, চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের সন্তানের জন্ম হয়েছে। নবজাতক ও স্ত্রী—দুজনই সুস্থ আছেন। বাচ্চার ওজন ২ দশমিক ৯৪ কিলোগ্রাম।
সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন, কী বললেন অভিনেত্রী
সালমান খানের সঙ্গে পূজা হেগড়ের সঙ্গে প্রেমের গুঞ্জন । সিনেমায় অভিনয় করতে গিয়ে সালমান ও পূজার প্রেমের গুঞ্জন রটেছে, সেই সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাচ্ছে ঈদে। ছবির প্রচার উপলক্ষে ই–টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। পূজা হেগড়ে বলেন, ‘এটা (গুজব) নিয়ে আর কী বলব? আমার সম্পর্কে তো অনেক কিছুই পড়ি। আমি এখন সিঙ্গেল, আর সিঙ্গেল হিসেবেই ভালো আছি। এখন আমি ক্যারিয়ার নিয়ে মনোযোগী। এক শহর থেকে আরেক শহরে কাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটাই এখন আমার লক্ষ্য।’
ভাইরাল বুবলী
মুক্তির অপেক্ষায় থাকা ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার গান ‘কথা আছে’র তালে ঠোঁট মিলিয়ে ও র্যাপ ভঙ্গিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন সিনেমাটির অভিনেত্রী শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’ হয়েছে বুবলীর ভিডিওটি। শুক্রবার বিকেল পর্যন্ত ২২ ঘণ্টার ব্যবধানে ভিডিওতে লাইক পড়েছে ১ লাখ ৬ হাজার, মন্তব্য এসেছে ১১ হাজার, শেয়ার হয়েছে প্রায় ২ হাজার। এ সময়ের মধ্যে ভিডিওটি দেখেছেন ১৭ লাখ মানুষ।
১৫০ অনাথ শিশু দত্তক নিলেন দক্ষিণি অভিনেতা রাঘব লরেন্স
এবার ১৫০ জন অনাথ শিশুকে দত্তক নিলেন তিনি। এই শিশুদের ভরণপোষণের পাশাপাশি তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তিনি। টুইট করে সংবাদটি নিজেই প্রকাশ করেছেন অভিনেতা রাঘব। খবর পিঙ্কভিলার ,নতুন সিনেমার গান প্রকাশ উপলক্ষে রাঘব লরেন্সের আসন্ন কাজটি করেছেন।
গানে ফিরত বিটিএস
বিরতি নেওয়ার ১১ মাস পর একসঙ্গে গানে ফিরল বিশ্বজুড়ে আলোচিত ব্যান্ড বিটিএস। মুক্তির অপেক্ষায় থাকা ত্রিমাত্রিক অ্যানিমেশন সিনেমা ‘বাস্টিউনস’–এর সূচনা সংগীতে পাওয়া যাবে জিন, সুগা, জে–হোপসহ বিটিএসের সব সদস্যকে। খবর দ্য কোরিয়া হেরাল্ডের গত বছর জুনে প্রকাশিত অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’–এ শেষবারের মতো বিটিএসকে পাওয়া গেছে। একই মাসে জিমিন, জে–হোপরা একক ক্যারিয়ারে মনোযোগ দিতে বিটিএসের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। মাঝখানে ১১ মাসে একসঙ্গে কোনো গানে একসঙ্গে পাওয়া যায়টি বিটিএসকে।
কথা বলতে পারছেন না সামান্থা
অনেক দিন ধরেই ‘মায়োসাইটিস’ নামক জটিল রোগে ভুগছিলেন দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। মাঝে একটু সুস্থ হয়ে ফিরেছিলেন তাঁর আসন্ন সিনেমা ‘শকুন্তলম’র প্রচারে। সিনেমার প্রচারণার শুরু থেকেই তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে আর দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে। কেন তিনি এই সময়ে নেই, সেই কথা ভক্তদের জানালেন সামান্থা।
আরও পড়ুনঃ