বিয়ে করলেন সালমান মুক্তাদির -এর খবর দিয়ে শুরু করছি ফিল্ম খাতের সম্প্রতি ঘটে যাওয়া নিউজ। আমরা ফিল্ম খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
সারা সপ্তাহের খবর
সালমান মুক্তাদির বললেন, ‘বিয়ে করেছি, ভালো স্বামী হওয়ার চেষ্টা করব’
একাধিক প্রেম নিয়ে আলোচনায় থাকা জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির বিয়ে করেছেন। গত ৩০ এপ্রিল তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর সেই সংবাদটি তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে। তবে স্ত্রীর সম্পর্কে কিছুই বলেননি এই ইউটিউবার ও অভিনেতা অনেকেই ধারণা করছেন, এটি হয়তো তার নতুন কোনো মজার কনটেন্ট! আবার কেউ বলছে সত্যি বিয়ে করছেন তিনি! বিষয়টি জানতে একাধিকবার সালমান মুক্তাদিরকে ফোন করা হয়। কিন্তু তার সাড়া পাওয়া যায়নি।
বিয়ে করলেন সালমান মুক্তাদির
বিয়ে করলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গেল ৩০ এপ্রিল নতুন জীবনে পা রাখেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান মুক্তাদির নিজেই। তবে স্ত্রী’র সম্পর্কে বা বিয়ের বিষয়টি নিয়ে আর কোনো তথ্যই দেয়নি এই অভিনেতা। এক ফেসবুকে পোস্টে সালমান মুক্তাদির জানান, ‘সালমান মুক্তাদির এর সমাপ্তি- ৩০.০৪.২০২০। আমার বাকি জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’
হিরো আলমের ৯ আইডি হ্যাক
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ভেরিফাইড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমের ৯টি আইডি হ্যাক করা হয়েছে। এ ঘটনায় ২ মে মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়ে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথাও বলেছেন তিনি।
শাহরুখের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ফের বিতর্কে এডুটেক সংস্থা বাইজু’স। এই সংস্থাকে ঘিরে একাধিক অভিযোগ জমা পড়েছে, তৈরি হয়েছে বিতর্ক। এবার বিতর্কে জড়িয়ে গেল সংস্থার প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বেসাডার শাহরুখ খানের নামও। শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতে তাদেরকে ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের ক্রেতাসুরক্ষা প্যানেল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, বেসরকারি ওই সংস্থা সাধারণত অনলাইনে কোচিং করায়। যার বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখ খানকে। আর সেই কারণেই শাহরুখ ও ওই সংস্থার কর্মীর বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিকভাবে ব্যবসা করার অভিযোগ এনেছেন প্রিয়াঙ্কা দীক্ষিত নামের এক তরুণী।
ঢাকার সেন্সর বোর্ডে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পাবে কবে ?
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির সরকারি অনুমতি মেলার পর প্রথম কোনো সিনেমা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে হিন্দি সিনেমা ‘পাঠান’। সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন জানান, সিনেমাটি ০২ মে সেন্সর বোর্ডে জমা পড়েছে। সিনেমাটি দেখার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, সেন্সর বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
শাকিব খানের বিরুদ্ধে শতকোটি টাকা ক্ষতিপূরণ
এবার চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে এক শ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মানি স্যুট (অর্থ আদায়ের মোকদ্দমা) মামলা করেছেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ৩০ এপ্রিল রোববার এই মামলা করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল আলম। তিনি জানান, আদালতের বিচারক মাসুদুল হক মামলার বাদীকে আগামী ১৫ মের মধ্যে কোর্ট ফি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ূনঃ