পূজা চেরি রায় । বাংলাদেশী মডেল ও অভিনেত্রী

পূজা চেরি রায় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান সময়ের একজন নবাগত তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ২০১২ সালে মাত্র ১২ বছর বয়সে প্রথম শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ‘ভালবাসার রঙ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর ‘নূর জাহান’ (২০১৮) দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর এই বছর তার অভিনীত ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি দুটি ব্যবসা সফল হয়।

পূজা চেরি রায় । মডেল ও অভিনেত্রী

পূজা চেরি রায়

জন্ম এবং শিক্ষা

পূজা চেরি রায় খুলনার গাজিরহাটে, দেব প্রসাদ রায় এবং ঝর্ণা রায়ের ঘরে জন্ম নেন ২০০০ সালের ২০ শে আগস্ট। শৈশবকাল থেকেই, পূজা মিডিয়া সম্পর্কে অনুরাগী ছিলেন এবং অবশেষে খুব অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। তার বাবা-মা তাকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।পুজা ছেরি রয় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজনে ৫১কেজি।

 ক্যারিয়ার

তিনি “মনের ঘরে বসত করে” মুভিতে শিশু অভিনেত্রী হিসাবে প্রথম কাজ করেন এবং নিজেকে চলচ্চিত্র দুনিয়াতে প্রকাশ করেন । কিন্তু সেই ছবিতে তার সমস্ত দৃশ্য মুছে ফেলা হয়েছিল। পরে তিনি জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ভালোবাসা রংয়ের সাথে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৮ সালে তিনি চলচ্চিত্র জগতে নূর জাহানের মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এখন পূজা চেরি মূল চরিত্রে হিরোইন ফিচার হিসাবে কাজ করছেন। আদ্রিত রায়ের সাথে নূর জাহানের প্রথম মুখ্য সিনেমা। নূর জাহান পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি। এই মুভিটি কলকাতার রাজ চক্রবর্তী প্রযোজনায় তৈরি হয়েছিল।

অ্যাওয়ার্ড

পূজা চেরি রায় “পোড়ামন ২” মুভিতে কাজ করে বেস্ট অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অর্জন করেন এবং পাবলিক চয়েস অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে সেরা অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অর্জন করেন।

পূজা চেরি রায় । মডেল ও অভিনেত্রী

তার অভিনীত ছবি

  • ২০১১ সালে “মনের ঘরে বসত করে” ,”ছোট্ট সংসার” মুভিতে তিনি কাজ করেন।
  • ২০১২ সালে সন্তানের মত সন্তান ,ভালোবাসার রং, নাইওরি, মোস্ট ওয়েলকাম এইসব মুভিতে কাজ করেন।
  • ২০১৩ সালে মাই নেম ইজ খান, তবুও ভালোবাসি মুভিতে কাজ করেন।
  • ২০১৪ সালে অগ্নি, মোস্ট ওয়েলকাম ২ মুভিতে কাজ করেন।
  • ২০১৫ সালে ব্ল্যাকমেইল মুভিতে কাজ করেন।
  • ২০১৬ সালে কৃষ্ণপক্ষ, বাদশা দি ডন মুভিতে কাজ করেন।
  • ২০১৮ সালে পোড়ামন ২, দহন, নুরজাহান মুভিতে কাজ করেন।
  • ২০১৯ সালে প্রেম আমার ২
  • ২০২০ সালে জিন, সান, সাইকো এদের মত মুভিতে কাজ করছেন।

কলকাতার পরিচালক রাজ চক্রবর্তীর ছবি “নূরজাহান” নিয়ে উনি বাংলাদেশ এবং ভারতের বাংলা মুভির জগতে প্রচুর সুনাম অর্জন করেছেন এবং তিনি যখন “নুরজাহানে” র অফার পেয়েছিলেন তখন সত্যিই খুব খুশি ছিলেন কারণ প্রথমত এটি ছিল কলকাতার রাজ চক্রবর্তীর নির্দেশে ছবি।“নুরজাহান” মুভিতে পূজা চেরির বিপরীতে অভিনয় করেছিলেন আদৃত রয়।

পূজা চেরি রায় । মডেল ও অভিনেত্রী

পুরস্কার ও মনোনয়ন

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে ২০১৯  সালে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।

আরও দেখুনঃ

Leave a Comment