আফিয়া নুসরাত বর্ষা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি তার ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। ২০১০ সালে ইফতেখার চৌধুরী’র খোঁজ-দ্য সার্চ চলচ্চিত্রে অনন্ত জলিলের সাথে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এরপর বেশকিছু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন।
প্রাথমিক জীবন
১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারী সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আফিয়া নুসরাত বর্ষা। পাঁচ ভাই-বোনের সংসারে বর্ষা সকলের বড়।
কর্মজীবন
আফিয়া নুসরাত বর্ষা তার ক্যারিয়ারে খোঁজ-দ্য সার্চ, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম এর মত বৃহৎ বাজেটের চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন। এছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক।সম্প্রতি বর্ষার দিন: দ্য ডে নামে সিনেমাটি মুক্তি পেয়েছে। ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটিতে ইরান ও লেবাননের শিল্পীরা অভিনয় করেছেন।
ব্যক্তিগত জীবন
বর্ষা ও অনন্ত জলিলের পরিচয় হয় ২০০৮ সালে। দীর্ঘ তিন বছর প্রেম-ভালোবাসার পর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেন।২৩ নভেম্বর ২০১৪ ব্যাংককের বামরুন গ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন বর্ষা। অনন্ত-বর্ষা দম্পতির প্রথম পুত্র সন্তানের নাম রাখা হয় আরিজ। আরবী এই নামটির অর্থ বুদ্ধিমান ও সম্মানিত।
ব্যক্তিগত কিছু তথ্য
তার ব্যক্তিগত পছন্দ হল অভিনয়, নাচ, বন্ধুত্ব, রন্ধন, ভ্রমণ, ফটোগ্রাফি, ফ্যাশন ডিজাইনিং এবং আরও অনেক কিছু। বর্ষা বর্তমানে গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক।
চলচ্চিত্রের তালিকা
- ২০১০ খোঁজ দা সার্চ
- ২০১১ হৃদয় ভাঙা ঢেউ
- ২০১২ মোস্ট ওয়েলকাম
- ২০১৩ নিঃস্বার্থ ভালোবাসা
- ২০১৪ মোস্ট ওয়েলকাম-২
- ২০২২ দিন-দ্যা ডে
টেলিভিশন বিজ্ঞাপন
- কেয়া নারিকেল তেল
- মেরিল স্প্লাশ বিউটি সোপ
- গ্রামীণফোন
- চাকা ওয়াশিং পাউডার
- আইএম
পুরষ্কার
মেরিল প্রথম আলো পুরষ্কার
- ২০১১ – মনোনয়ন: সেরা অভিনেত্রী হৃদয় ভাঙা ঢেউ
- ২০১২ – মনোনয়ন: সেরা অভিনেত্রী মোস্ট ওয়েলকাম
বাচসাশ পুরষ্কার
- ২০১২ – জয়ী: বছরের শ্রেষ্ঠ গ্লামার নায়িকা হৃদয় ভাঙা ঢেউ
সেরা মডেল
- ২০১০ – জয়ী: কেয়া নারকেল তেল
- ২০১১ – জয়ী: মেরিল স্প্লাশ বিউটি সোপ
আরও দেখুনঃ