পাওলি দাম । চলচ্চিত্র অভিনেত্রী

পাওলি দাম একজন ভারতীয় বাঙ্গালী অভিনেত্রী। কৈশোর থেকেই তিনি অভিনয়ের সাথে যুক্ত হলেও তিনি জনপ্রিয়তা পান ধীরে ধীরে। সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে নির্মিত ‘কালবেলা’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন।  একইসাথে চলচ্চিত্রের পর্দায় খোলামেলা এবং অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য সমালোচিত। তিনি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার,’মনের মানুষ’ এবং বাংলাদেশের ‘সত্তা’ ও ‘হলুদবনি’ ছবিতে অভিনয় করেছেন।

পাওলি দাম । চলচ্চিত্র অভিনেত্রী

প্রাকজীবন, শিক্ষা ও বিয়ে

দক্ষতা ও নৈপূণ্যে ভরা পাওলি দামের জন্ম কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে।তার পরিবার বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে পশ্চিমবঙ্গে চলে আসে।তার শৈশব ও কৈশোর কেটেছে পুরানো কলকাতার বৌবাজার নামক স্থানে।পড়াশুনায় অসম্ভব ভালো, নাচে পারদর্শী এই অভিনেত্রীর মন কেড়ে নেয় থিয়েটার দেখা থেকেই জন্ম হয় এই তরুণ অভিনেত্রীর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন। বাবার নাম অমল দাম এবং মায়ের নাম পাপিয়া দাম এবং ভাইয়ের নাম মৈনাক দাম। ছোটবেলায় তিনি নাচের প্রতি আকর্ষিত হন, পরে তিনি থিয়েটারে যোগদান করেন।পাওলি  ৪ ডিসেম্বর ২০১৭ গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেবকে বিয়ে করেন।

পাওলি দাম । চলচ্চিত্র অভিনেত্রী

অভিনয়ে আগমন

অভিনয়ে পদার্পণ করেন কৈশোরে। প্রথম দিকে তেমন সাড়া ফেলেননি চলচ্চিত্র শিল্পে। তবে জীবনের এক নতুন মোড় আসে সমরেশ মজুমদারের উপন্যাস কালবেলা নিয়ে নির্মিত চলচ্চিত্রে নায়িকা মাধবীলতার ভুমিকায় অভিনয়ের পর। কালবেলা ছবিটি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এরপর তিনি একাধিক ছবিতে নানা চরিত্রে অভিনয় করেন। এগুলির মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর স্ত্রী সত্যবতীর চরিত্রে পাওলী দামের অভিনয় উল্লেখযোগ্য।২০০৩ সালে তিনি “জীবন নিয়ে খেলা“ বাংলা ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে অভিষেক করেন
এছাড়া তিনি “তিথির অতিথি”,”তারপর চাঁদ উঠলো”,”সোনার হরিন”,স্ক্যান্ডাল:”মহানায়ক” ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন।

পাওলি দাম । চলচ্চিত্র অভিনেত্রী

উল্লেখযোগ্য বাংলা সিনেমা

তার উল্লেখযোগ্য বাংলা সিনেমাগুলো হল:”তুলকালাম”,”কালবেলা”,”ছত্রাক”,”মাটি” ইত্যাদি ছত্রাক সিনেমায় তার বোল্ড চরিত্রের জন্য তিনি একাধিকবার সমালোচিত হন।এছাড়া হিন্দি ছবি ‘হেট স্টোরি’ ছবিতে অভিনয়ের জন্যও তিনি আলোচনায় আসেন। পাওলি দাম তার নজরকাড়া চোখ এবং সুঅভিনয়ের জন্য আলোচিত।

আরও দেখুনঃ

Leave a Comment