যমুনা সিংহ : বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।
১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।
দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।
যমুনা সিংহ । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী
জন্ম কলকাতায়, স্কুলশিক্ষা রমেশ মিত্র স্কুলে। প্রথম চলচ্চিত্রাভিনয় বিনয় বন্দ্যোপাধ্যায় পরিচালিত শাস্তি (১৯৪৬) ছবিতে। কাজ করেছেন সত্যেন বসু, অগ্রদূত, গুণময় বন্দ্যোপাধ্যায়, নীরেন লাহিড়ী, অগ্রগামী, তপন সিংহ, দেবকী বসু প্রভৃতি পরিচালকের সাথে।
তিরিশটিরও বেশি ছবির অভিনেত্রী যমুনা সিংহ অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র পুঁটুরানী (বরযাত্রী, ১৯৫১); মিনু (কেরানীর জীবন, ১৯৫৩); অঞ্জলি (মা ও ছেলে, ১৯৫৪); ছায়া (টনসিল, ১৯৫৬), বাসন্তী ( সাগরিকা, ১৯৫৬), নির্মলা (চিরকুমার সভা, ১৯৫৬) ইত্যাদি। চলচ্চিত্রাভিনয়ের সাথে সাথে পেশাদার মঞ্চেও অভিনয় করেছেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৪৬ শাস্তি।
- ১৯৪৯ দিনের পর দিন, তিলোত্তমা, কামনা, পরিবর্তন, বিদুষী-ভাৰ্য্যা;
- ১৯৫০ শেষবেশ,
- ১৯৫১ অপরাজিতা, বরযাত্রী, সেতু, বাবলা:
- ১৯৫২ আলাদিন ও আশ্চর্য প্রদীপ, মন্দির, সাবিত্রী সত্যবান;
- ১৯৫৩ ধ্রুব, কেরানীর জীবন, বাস্তব, মালঞ্চ, অদৃশ্য মানুষ:
- ১৯৫৪ বারবেলা, অগ্নিপরীক্ষা, যদুভট্ট, মা ও ছেলে;
- ১৯৫৫ অনুপমা, শ্রীকৃষ্ণ সুদামা মূলত জন্ম, দুই বোন, ডাকিনীর চর,
- ১৯৫৬ সাগরিকা, টনসিল, চিরকুমার সভা, মানরক্ষা, রাজপথ;
- ১৯৫৭ উচ্চা, হারানো সুর, আঁধারে আলো, জীবন তৃষ্ণা,
- ১৯৬২ শাস্তি:
- ১৯৬৫ বাক্সবদল:
- ১৯৬৬ নায়ক, পাগল ঠাকুর:
- ১৯৬৭ দেবীতীর্থ কামরূপ কামাখ্যা;
- ১৯৬৯ পরিণীতা।
আরও দেখুনঃ