নির্মলা মিশ্র

নির্মলা মিশ্রের জন্ম কলকাতায়। ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বড় হয়েছেন। সংগীত শিক্ষা শুরু করেন বাবার কাছে। পরে দেবী ভট্টাচার্য এবং প্রবীর মজুমদারের কাছেও তালিম নেন। একসময় আকাশবাণীর নিয়মিত সংগীত শিল্পী ছিলেন এবং গ্রামোফোন কোম্পানি থেকে তার বহু বেসিক রেকর্ড প্রকাশিত হয়েছে।

 

নির্মলা মিশ্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নির্মলা মিশ্র

চলচ্চিত্রে প্রথম কাজ তপন সিংহ পরিচালিত কালামাটি (১৯৫৮) ছবিতে। এই ছবির সংগীত পরিচালক ছিলেন রবিশঙ্কর। সময় চলচ্চিত্র জীবনে সত্তরটিরও বেশি ছবিতে কাজ করেছেন নচিকেতা ঘোষ, অনিল বাগচী, কালীপদ সেন, পঙ্কজ মল্লিক, রবীন চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, পবিত্র চট্টোপাধ্যায়, গোপেন মল্লিক, নীতা সেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রভৃতি সংগীত পরিচালকের সঙ্গে।

 

নির্মলা মিশ্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

প্রেমেন্দ্র মিত্র, গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল গুপ্ত, পুলক বন্দ্যোপাধ্যায়, সুনীলবরণ, শিবদাস বন্দ্যোপাধ্যায় ইত্যাদি গীতিকারের লেখা গান ছাড়াও চলচ্চিত্রে তাঁর কণ্ঠে রবীন্দ্রসংগীতও ব্যবহৃত হয়েছে।

 

 

চলচ্চিত্রপঞ্জি—
  • ১৯৫৮ কালামাটি:
  • ১৯৫৯ নৃত্যেরই তালে তালে, মৃতের মর্ত্যো আগমন:
  • ১৯৬০ হাত বাড়ালেই বন্ধু, ক্ষুধা,
  • ১৯৬১ সাধক কমলাকান্ত, লক্ষ্মীনারায়ণ, কঠিন মায়া, মধুরেণ, আহ্বান:
  • ১৯৬২ মন নিল না বন্ধু, ভগিনী নিবেদিতা, তরণীসেন বধ, কাজল, নবদিগন্ত:
  • ১৯৬৩ ভ্রান্তিবিলাস,
  • ১৯৬৪ কাঁটাতার,
  • ১৯৬৫ রূপসনাতন, ভারতের সাধক, ও কে, সুরের আগুন, গুলমোহর, মুখুজ্যে পরিবার, তাপসী,
  • ১৯৬৬ দোল গোবিন্দের কড়চা, লবঙ্কুশ, ফিরে চলো;
  • ১৯৬৯ আধার সূর্য, তীরভূমি,
  • ১৯৭০ কলঙ্কিত নায়ক, নল দময়ন্তী,
  • ১৯৭১ : প্রথম বসন্ত, নিশাচর, শচীমার সংসার,
  • ১৯৭৪ আলো ও ছায়া;
  • ১৯৭৫ প্রেমের ফাঁদে:
  • ১৯৭৬ সুদূর নীহারিকা, বিশ্বমঙ্গল, শঙ্খবিষ,
  • ১৯৭৭ সানাই, প্রতিশ্রুতি, ভোলা ময়রা:
  • ১৯৭৮ জয় মা তারা, বারবধূ, মা ছিন্নমস্তা, তুষারতীর্থ অমরনাথ,
  • ১৯৭৯ যত মত তত পথ,
  • ১৯৮০ গোপাল ভাঁড়:
  • ১৯৮১ মা বিপত্তারিণী চণ্ডী
  • ১৯৮২ মেঘের পরে মেঘ, প্রেয়সী, সতী সাবিত্রী সত্যবান, শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত,
  • ১৯৮৩ ছোটো মা, শ্রীরাধার মানভঞ্জন:
  • ১৯৮৫ সোনার সংসার,
  • ১৯৮৭ মন্দির, স্বর্ণময়ীর ঠিকানা:
  • ১৯৯১ কাগজের নৌকা:
  • ১৯৯৪ যাবা লোকনাথ,
  • ১৯৯৫ সুজন সখী:
  • ১৯৯৭ আদরের বোন, জীবন সন্ধান, তারিণী তারা মা:
  • ১৯৯৮ কলঙ্ক,
  • ২০০১ বিনয় বাদল দীনেশ।

আরও দেখুনঃ

Leave a Comment