নয়ন শ্যামা চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

নয়ন শ্যামা চলচ্চিত্রঃ বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।

তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়। তিনি প্রামাণ্য চিত্র, বিজ্ঞাপন চিত্র এবং সংবাদচিত্রও নির্মাণ করেন।

 

নয়ন শ্যামা চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নয়ন শ্যামা চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

  • প্রযোজনা — ভিসুয়াল ওয়েভ।
  • কাহিনি – শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
  • চিত্রনাট্য ও পরিচালনা- নীতীশ মুখোপাধ্যায়।
  • সংগীত পরিচালনা — অমল নাগ।
  • চিত্রগ্রহণ – শঙ্কর চট্টোপাধ্যায়।
  • সম্পাদনা — মণি অধিকারী।
অভিনয় –

সুমিতা মুখোপাধ্যায়, প্রবীর রায়, রঞ্জিত মল্লিক, জয়িতা মুখোপাধ্যায়, সত্ত্ব মুখোপাধ্যায়, স্মিতা সিংহ, তপন চট্টোপাধ্যায়।

 

নয়ন শ্যামা চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কাহিনি—

নয়নের (প্রবীর) বাবা একজন দুর্নীতিগ্রস্ত লোক। বাবার অন্যায়ের কারণে অপমানিত হয়ে নয়ন কলকাতা ছেড়ে একটি গ্রামে চলে যায়। এখানে সে একজন তান্ত্রিকের দেখা পায়, তান্ত্রিকটিও গ্রামের অসহায় সরল মানুষদের ঠকিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করে। নয়ন লক্ষ করে তার বাবা ও তান্ত্রিকটির মধ্যে কোনো পার্থক্য নেই। তান্ত্রিক মোনা ঠাকুরের (তপন) মেয়ে তারা (জয়িতা) ভালোবাসে জগদীশ (সপ্ত) নামে এক সাপুড়েকে। জগদীশ তার ছেলে সুকুলকে নিয়ে গ্রামে বাস করে।

নয়ন ভালোবাসে শ্যামাকে (সুমিত্রা), শ্যামা এক সময় নয়নকে ভালোবাসলেও নয়নের পারিবারিক দুর্নামকে উড়িয়ে দিতে পারে না, শ্যামা তার পরিবারের লোকজনদের সাথে মাঝে মাঝেই মোনা ঠাকুরের আশ্রমে যায়। নয়ন সেখানে তার সাথে দেখা করে।

শ্যামা নয়নের সাথে সম্পর্ক রাখতে রাজি নয়, সে বাড়ির মনোনীত পাত্র অরিন্দমকে (রঞ্জিত) বিয়ের কথা চিন্তা করে। শ্যামার পরিবারের লোকদেরও তাতে মত আছে। নয়ন বুঝতে পারে এবং অনুভব করে একমাত্র মৃত্যুই তাকে শান্তি এনে দিতে পারে।

 

 

ছবিটি ১৯৮৩-৮৪ সালে ইন্ডিয়ান প্যানোরামায় অন্তর্ভুক্ত হয়েছিল।

 

আরও দেখুনঃ

Leave a Comment