নারায়ণ গঙ্গোপাধ্যায়: জন্ম অবিভক্ত বঙ্গের দিনাজপুর জেলায়, প্রাথমিক শিক্ষাও শুরু হয় দিনাজপুরে, পরবর্তী কালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম. এ. পাস করেন প্রথম হয়ে। কিছুদিন সিটি কলেজে পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
নারায়ণ গঙ্গোপাধ্যায়
সাহিত্যসাধনা শুরু করেন ছাত্রাবস্থায়, পরবর্তী কালে ছোটগল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখে সাহিত্যিক হিসাবে খ্যাতি অর্জন করেন। তাঁর লেখা উপন্যাস উপনিবেশ (৩ খণ্ড), ছোটগল্প অঙ্কুশ, সম্রাট ও শ্রেষ্ঠী, টেনিদার কাহিনি অবলম্বনে লেখাগুলি ছাড়াও অন্যান্য লেখা সাহিত্য জগতে প্রশংসিত হয়েছিল।
চলচ্চিত্রের সাথে তিনি যুক্ত হয়েছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায় পরিচালিত পূর্বরাগ (১৯৪৭) ছবিতে। এই ছবির সংলাপ ছিল তাঁর লেখা। পরবর্তী কালে তাঁর লেখা কাহিনি অবলম্বনে চোদ্দটি ছবি তৈরি হয়। রূপান্তর (১৯৫১) তাঁর লেখা কাহিনি অবলম্বনে প্রথম ছবি। অর্ধেন্দু মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির চিত্রনাট্যও তিনি রচনা করেন। চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনার পাশাপাশি তিনি ৬টি ছবির জন্য গান রচনাও করেছেন।
তাঁর লেখা কাহিনি অবলম্বনে উল্লেখযোগ্য যেসব পরিচালক কাজ করেছেন তাঁরা হলেন তপন সিংহ, মধু বসু, সুশীল মজুমদার, দীনেন গুপ্ত, রাজা সেন, সন্দীপ রায় প্রভৃতি। বঙ্কিমচন্দ্রের কাহিনি অবলম্বনে ইন্দিরা (১৯৫০), কপালকুণ্ডলা (১৯৫২), অনুরূপা দেবীর কাহিনি অবলম্বনে গরীবের মেয়ে (১৯৬০), হেমেন্দ্রনাথ দাসের কাহিনি অবলম্বনে সীমান্তিক (১৯৫০) এবং নিজের কাহিনি অবলম্বনে রূপান্তর (১৯৫১) ও সংকেত (১৯৫১) ছবিগুলির চিত্রনাট্য তিনি রচনা করেন।
পদ্মা প্রমত্তা নদী (১৯৪৮), সম্পদ (১৯৫১), পথনির্দেশ (১৯৫৩), ভক্ত বিশ্বমঙ্গল (১৯৫৪) এবং গড়ের মাঠ (১৯৫৭) ছবির জন্য গান রচনার পাশাপাশি ১৭টি ছবির সংলাপ রচনাও করেছিলেন। তাঁর লেখা টেনিদার কাহিনি অবলম্বনে ১৯৭৮ সালে উমানাথ ভট্টাচার্য এবং ২০১১ সালে চিন্ময় রায় ছবি তৈরি করেছেন। প্রসঙ্গত উমানাথ ভট্টাচার্য পরিচালিত ‘চারমূর্তি’ ছবিতে চিন্ময় রায় টেনিদার ভূমিকায় অভিনয় করেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৪৭ পূর্বরাগ
- ১৯৪৮ পদ্মা প্রমত্তা নদী,
- ১৯৫০ ইন্দিরা, কৃষাণ, সীমান্তিক,
- ১৯৫১ রূপান্তর, সংকেত, সম্পদ:
- ১৯৫২ পাত্রী চাই, কপালকুণ্ডলা
- ১৯৫৩ পথনির্দেশ;
- ১৯৫৪ অঙ্কুশ, ভক্ত বিষমঙ্গল, ভাঙাগড়া,
- ১৯৫৬ পরাধীন, দানের মর্যাদা, শুভলগ্ন,
- ১৯৫৭ গড়ের মাঠ।
- ১৯৫৮ মেঘমল্লার।
- ১৯৬০ গরীবের মেয়ে:
- ১৯৬২ সঞ্চারিণী: বনজ্যোত্মা
- ১৯৭০ দেশবন্ধু চিত্তরঞ্জন,
- ১৯৭৬ নন্দিতা:
- ১৯৭৮ চারমূর্তি,
- ১৯৮৬ মুক্তপ্রাণ:
- ১৯৯৭ দামু।
- ২০০৫ নিশিযাপন।
আরও দেখুনঃ