নব্যেন্দু চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

নব্যেন্দু চট্টোপাধ্যায় : জন্ম কলকাতায়। নব্যেন্দু চলচ্চিত্র জীবন শুরু করেন অভিনয় শিল্পী হিসাবে। তাঁর প্রথম অভিনীত ছবি সাধক বামাক্ষ্যাপা (১৯৫৮)। ছবিটি পরিচালনা করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। ১৯৬২ সালে অরবিন্দ মুখোপাধ্যায় যখন বর্ণচোরা (১৯৬৩) ছবিটি পরিচালনার কাজ শুরু করেন তখন নব্যেন্দু ছিলেন ছবিটির সহ পরিচালক। এ ছাড়াও এই ছবিতে তিনি অভিনয়ও করেছিলেন। পরবর্তী কালে অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত নকল সোনা (১৯৭৩) ছবিতেও তিনি অভিনয় করেন।

 

নব্যেন্দু চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নব্যেন্দু চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

পরিচালক হিসাবে প্রথম ছবি নয়ারাস্তা (১৯৬৮)। ছবিটি নির্মিত হয়েছিল হিন্দী ভাষায়। এই ছবি তাকে সেভাবে পরিচিতি দিতে না পারলেও অদ্বিতীয়া (১৯৬৮) ছবিটি পরিচালক হিসাবে তাঁকে পরিচিতি এনে দেয়, ছবিটি দর্শক আনুকুল্যও লাভ করেছিল।

রানুর প্রথম ভাগ (১৯৭৫) ছবিটি ব্যতিক্রমী পরিচালক হিসাবে তাঁকে মর্যাদা এনে দেয়। এই ছবিটি সমজদার দর্শকদের সাথে সাথে চলচ্চিত্র সমালোচকদেরও প্রশংসা লাভ করে। এই ছবির শিশুশিল্পী নীরা মালিয়া অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারেও সম্মানিত হয়েছিল।

 

নব্যেন্দু চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

সমগ্র চলচ্চিত্র জীবনে তিনি ১০টি কাহিনিচিত্র নির্মাণ করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল আজ কাল পরশুর গল্প (১৯৮২), চপার (১৯৮৭), পরশুরামের কুঠার (১৯৮১), আত্মজ (১৯৯৩) ইত্যাদি। আজ কাল পরশুর গল্প ছবির জন্য তিনি গান রচনাও করেছিলেন।

পরশুরামের কুঠার বাংলা ভাষায় নির্মিত শ্রেষ্ঠ ছবি হিসাবে জাতীয় পুরস্কার লাভ করে, এছাড়াও এই ছবির অভিনেত্রী গৌরী ঘোষও শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান। সমাজের প্রান্তিক মানুষ এবং অবক্ষয় ইত্যাদি বিষয়গুলি তাঁর ছবিতে প্রাধান্য পেত এবং তাঁর ছবিতে সর্বদাই আশাবাদ লক্ষ করা যায়।

শেষ মুক্তিপ্রাপ্ত ছবি সরীসৃপ (২০০৪)। সংস্কার নামে একটি কাহিনিচিত্রের কাজ শুরু করেছিলেন কিন্তু ২০০৯ সালে তাঁর অকালমৃত্যুর ফলে তিনি এই ছবির কাজ শেষ করতে পারেন নি। তাঁর বেশির ভাগ ছবিই ইন্ডিয়ান প্যানোরামায় নির্বাচিত হয়েছিল।

 

 

চলচ্চিত্রপঞ্জি—

  • নয়ারাস্তা (হিন্দী, ১৯৬৮),
  • অদ্বিতীয়া (১৯৬৮),
  • চিঠি (১৯৭৩),
  • রানুর প্রথম ভাগ (১৯৭৫),
  • আজ কাল পরশুর গল্প (১৯৮২),
  • চপার (১৯৮৭),
  • পরশুরামের কুঠার (১৯৮৯),
  • আত্মজ (১৯৯৩),
  • শিল্পী (১৯৯৪),
  • মনসুর মিঞার ঘোড়া (২০০১)
  • সরীসৃপ (২০০৪)।

 

আরও দেখুনঃ

Leave a Comment