হীরালাল সেন ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা, যাঁকে সাধারণত ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন বলে গণ্য করা হয়। এছাড়া, তাকে ভারতের সর্বপ্রথম বিজ্ঞাপনবিষয়ক চলচ্চিত্রের নির্মাতা বলেও গণ্য করা হয়।
হীরালাল সেন । বাঙালি চলচ্চিত্র নির্মাতা
জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) ঢাকা জেলার অন্তর্গত বজুরী গ্রামে। ঢাকার জগন্নাথ কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাস করে কলেজে ভর্তি হলেও প্রথাগত শিক্ষা অসম্পূর্ণ রেখেই স্থিরচিত্র গ্রহণের কাজে আত্মনিয়োগ করেন। স্থিরচিত্র গ্রহণের কাজে তাঁর পারদর্শিতা তৎকালীন দৈনিক পত্রিকায় প্রশংসা অর্জন করেছিল। ১৮৯৮ সালে তিনি চলচ্চিত্র প্রদর্শন ব্যবসা শুরু করেন। এবং ভাই মতিলাল সেনের সাথে যৌথভাবে ‘রয়েল বায়োস্কোপ’ কোম্পানি প্রতিষ্ঠা করেন।
১৮৯৮ সালে প্যারিসের ‘পাথে ফ্রেরেস স্টুডিও’র সদস্য অধ্যপক স্টিভেনসনের একটি নাতিদীর্ঘ ছবি কলকাতার স্টার থিয়েটারে দেখানো হয়, The Flower of Persia (পারস্যের ফুল) নামে একটি অপেরার সঙ্গে।[৪] স্টিভেনসনের ক্যামেরা ধার করে নিয়ে হীরালাল বানান তার প্রথম ছবিঃ A Dancing Scene From the Opera, The Flower of Persia, ওই অপেরার একটি নাচের দৃশ্য নিয়েই।
১৮৯৮ সালেই হীরালাল স্টার থিয়েটারের ‘দি ফ্লাওয়ার অফ পর্সিয়া’ নাটকের কয়েকটি নাচের দৃশ্যের চলচ্চিত্র গ্রহণ করেন এবং তার প্রদর্শনের ব্যবস্থাও করেছিলেন। অমরেন্দ্রনাথ দত্তর ক্লাসিক থিয়েটারে নাটকের সাথে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থাও গ্রহণ করেন। ক্লাসিক প্রযোজিত আলিবাবা, সরলা, ভ্রমর প্রভৃতি নাটকের খণ্ডদৃশ্যের চলচ্চিত্র গ্রহণ ও প্রদর্শন সেই সময়ে জনপ্রিয়তা পেয়েছিল।
ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল ওচিত্র নির্মাণের পাশাপাশি তথ্যচিত্র এবং বিজ্ঞাপন চিত্রও নির্মাণ করেছেন। কিছু চলচ্চিত্র গবেষক দাবি করেন ভারতে প্রথম কাহিনি চিত্রও (আলিবাবা, মনের মতন ইত্যাদি) হীরালাল নির্মাণ করেছিলেন। মৃত্যুর কিছুদিন পূর্বে (১৯১৭ সালে) একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে হীরালালের তোলা ছবিগুলি ধ্বংস হয়ে যায়।

ফলে Primary Sourceগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে সুনির্দিষ্ট মতামত দেওয়া অসম্ভব হয়ে পড়ে। তাঁর উপর লেখা প্রভাতকুমার মুখোপাধ্যায়, সজল চট্টোপাধ্যায় এবং সৈকত আসগর রচিত গ্রন্থ এবং বাংলা চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন গ্রন্থে তাঁর উপর লেখা নিবন্ধগুলি হীরালাল সেন বিষয়ে ভবিষ্যৎ গবেষণায় সাহায্য করবে।
আরও দেখুনঃ