Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

হারাধন বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

হারাধন বন্দ্যোপাধ্যায়

হারাধন বন্দ্যোপাধ্যায়, জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) দর্শনায়। কুষ্টিয়া মিউনিসিপাল স্কুল থেকে ম্যাট্রিক, সিটি কলেজ থেকে স্নাতক হন। কর্মজীবনের শুরুতে একটি কারখানায় এবং পরে বীমা কোম্পানিতে কাজ করেছেন।

 

 

হারাধন বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

সমগ্র চলচ্চিত্র জীবনে ১৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। প্রথম চলচ্চিত্রাভিনয় অতনু বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেবদূত (১৯৪৮) ছবিতে। কাজ করেছেন মধু বসু, সত্যেন বসু, তরুণ মজুমদার, যাত্রিক, দীনেন গুপ্ত, সুশীল মুখোবার সাজি মৃণাল সেন, সলিল দত্ত, পীযূষ বসু, গৌতম ঘোষ, শেখর দাস, সৈকত ভট্টাচার্য, বুদ্ধদেব দাশগুপ্ত সহ বহু পরিচালকের সাথে।

 

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র ত্রিলোচন (বরযাত্রী, ১৯৫১), হিমাংশু মুখার্জী (মহানগর, ১৯৬৩), অনস্ত (মোমের আলো, ১৯৬৪), বিমল গুপ্ত (কাপুরুষ, ১৯৬৫) মনিকার বাবা (আকাশ কুসুম, ১৯৬৫), উমানাথ ঘোষাল (জয় বাবা ফেলুনাথ, ১৯৭৯): সরমার বাবা (দেখা, ২০০১), সংগ্রাম সিংহের বাবা (ক্রান্তিকাল, ২০০৫) ইত্যাদি।

 

 

ক্রান্তিকাল ছবিতে অভিনয়ের জন্য বছরের সেরা সহ চলচ্চিত্র অভিনেতার জাতীয় সম্মান লাভ করেন। চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চে, বেতার নাট্যে ও দূরদর্শন ধারাবাহিকে অংশ নিয়েছেন। রাজ্য সরকার তাকে ২০১২ সালে বঙ্গবিভূষণ দিয়ে সম্মান জানায়। মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত দূরদর্শন ধারাবাহিকে অভিনয় করেছেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —

আরও দেখুনঃ

Exit mobile version