হারাধন বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

হারাধন বন্দ্যোপাধ্যায়, জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) দর্শনায়। কুষ্টিয়া মিউনিসিপাল স্কুল থেকে ম্যাট্রিক, সিটি কলেজ থেকে স্নাতক হন। কর্মজীবনের শুরুতে একটি কারখানায় এবং পরে বীমা কোম্পানিতে কাজ করেছেন।

 

হারাধন বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

হারাধন বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

সমগ্র চলচ্চিত্র জীবনে ১৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। প্রথম চলচ্চিত্রাভিনয় অতনু বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেবদূত (১৯৪৮) ছবিতে। কাজ করেছেন মধু বসু, সত্যেন বসু, তরুণ মজুমদার, যাত্রিক, দীনেন গুপ্ত, সুশীল মুখোবার সাজি মৃণাল সেন, সলিল দত্ত, পীযূষ বসু, গৌতম ঘোষ, শেখর দাস, সৈকত ভট্টাচার্য, বুদ্ধদেব দাশগুপ্ত সহ বহু পরিচালকের সাথে।

 

হারাধন বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র ত্রিলোচন (বরযাত্রী, ১৯৫১), হিমাংশু মুখার্জী (মহানগর, ১৯৬৩), অনস্ত (মোমের আলো, ১৯৬৪), বিমল গুপ্ত (কাপুরুষ, ১৯৬৫) মনিকার বাবা (আকাশ কুসুম, ১৯৬৫), উমানাথ ঘোষাল (জয় বাবা ফেলুনাথ, ১৯৭৯): সরমার বাবা (দেখা, ২০০১), সংগ্রাম সিংহের বাবা (ক্রান্তিকাল, ২০০৫) ইত্যাদি।

 

হারাধন বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

ক্রান্তিকাল ছবিতে অভিনয়ের জন্য বছরের সেরা সহ চলচ্চিত্র অভিনেতার জাতীয় সম্মান লাভ করেন। চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চে, বেতার নাট্যে ও দূরদর্শন ধারাবাহিকে অংশ নিয়েছেন। রাজ্য সরকার তাকে ২০১২ সালে বঙ্গবিভূষণ দিয়ে সম্মান জানায়। মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত দূরদর্শন ধারাবাহিকে অভিনয় করেছেন।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৪৮ দেবদূত, উমার প্রেম,
  • ১৯৪৯ আশাবরী:
  • ১৯৫০ মাইকেল মধুসুদন:
  • ১৯৫১ বরযাত্রী, নিয়তি, পণ্ডিতমশাই,
  • ১৯৫০ মহারাজা নন্দকুমার, ভোর হয়ে এলো;
  • ১৯৫৬ নাগরদোলা,
  • ১৯৫৭ রাত একটা,
  • ১৯৬১ মেঘ;
  • ১৯৬২ ভগিনী নিবেদিতা:
  • ১৯৬৩ মহানগর,
  • ১৯৬৪ গোধূলি বেলায়, সিঁদুরে মেঘ, অয়নান্ত, মোমের আলো;
  • ১৯৬৫ ঘুম ভাঙার গান, কাপুরুষ ও মহাপুরুষ, আকাশ কুসুম, রাজা রামমোহন;
  • ১৯৬৭ আকাশ ছোঁয়া, এন্টনী ফিরিঙ্গী:
  • ১৯৬৮ ছোট্ট জিজ্ঞাসা, চৌরঙ্গী,
  • ১৯৬৯ দুরত্ত চড়াই, অপরিচিত।
  • ১৯৭০ দেশবন্ধু চিত্তরঞ্জন,
  • ১৯৭১ প্রতিবাদ, সীমাবদ্ধ,
  • ১৯৭২ পদিপিসীর বর্মি বাক্স, কলকাতা ৭১, হার মানা হার;
  • ১৯৭৩ সোনার খাঁচা, শেষ পৃষ্ঠায় দেখুন, ননীগোপালের বিয়ে:
  • ১৯৭৪ যদি জানতেম, অসতী, দেবী চৌধুরাণী, কোরাস, সোনার কেল্লা,
  • ১৯৭৫ শর্মিলা, ফুলু ঠাকুরমা, নগর দর্পণে, নতুন সূর্য, রাগ অনুরাগ,
  • ১৯৭৬ সুদূর নীহারিকা, হোটেল স্নো ফক্স, জীবন নিয়ে, সেই চোখ, নিধিরাম সর্দার, নন্দিতা,
  • ১৯৭৭ সব্যসাচী, অসাধারণ, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ,
  • ১৯৭৯ জয় বাবা ফেলুনাথ, জীবন যে রকম, শুভ সংবাদ,
  • ১৯৮০ ঘরের বাইরে ঘর, দাদার কীর্তি, শেষ বিচার,
  • ১৯৮১ ওগো বধূ সুন্দরী, ফাদার, ঝড়, যাকে ঘুষ দিতে হয়, সংসারের ইতিকথা,
  • ১৯৮২ প্রথম দেখা, প্রতীক্ষা, অপরূপা,
  • ১৯৮৩ ফটিকচাদ, দিন যায়, দুটি পাতা,
  • ১৯৮৪ পারাবত প্রিয়া, অগ্নিশুদ্ধি,
  • ১৯৮৫ অজান্তে, পরমা;
  • ১৯৮৬ অনুরাগের ছোঁয়া, অনুরাধা, শ্যাম সাহেব, শাপমুক্তি, পথ ভোলা, মধুময়,
  • ১৯৮৭ স্বর্ণময়ীর ঠিকানা, অমরসঙ্গী,
  • ১৯৮৮ ভোম্বল সর্দার,
  • ১৯৮৯ মঙ্গলদ্বীপ, আক্রোশ, কড়ি দিয়ে কিনলাম, অঙ্গার, আমার তুমি, অমর প্রেম, প্রণমি তোমায়,
  • ১৯৯১ সাধারণ মেয়ে:
  • ১৯৯২ গুপী বাঘা ফিরে এলো, সুরের ভুবনে, শাখাপ্রশাখা, মায়াবিনী, শ্বেত পাথরের থালা, প্রেম, প্রথম দেখা,
  • ১৯৯৩ তাহাদের কথা, তপস্যা, দুরন্ত প্রেম,
  • ১৯৯৪ শেষ চিঠি, রাজার রাজা, ধূসর গোধূলি, সিনেমায় যেমন হয়;
  • ১৯৯৫ দৃষ্টি, সংসার সংগ্রাম, সুখের আশা,
  • ১৯৯৬ মিস মৈত্রেয়ী, পূজা, লাঠি,
  • ১৯৯৭ লাল দরজা, অমর প্রেম, আজকের সন্তান, যোদ্ধা, বড় বৌ, প্রেমসঙ্গী,
  • ১৯৯৮ জীবনতৃষ্ণা,
  • ১৯৯৯ নিয়তি, স্বপ্ন নিয়ে, সুন্দর বৌ, জীবন নিয়ে খেলা;
  • ২০০০ ত্রিশূল, মধুর মিলন
  • ২০০১ দেখা,
  • ২০০২ স্বপ্নের ফেরিওয়ালা, ফেরারী ফৌজ, নেমকহারাম,
  • ২০০৩ আদরিণী,
  • ২০০৪ সিঁদুরের বন্ধন,
  • ২০০৫ ক্রান্তিকাল,
  • ২০০৭ অনুরণন,
  • ২০০৮ খেলা, স্বপ্নের দিন,
  • ২০১০ অন্তরবাস।

আরও দেখুনঃ

Leave a Comment