হরিসাধন দাশগুপ্ত

হরিসাধন দাশগুপ্ত, জন্ম কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতক। ১৯৪৪ সালে লন্ডন যান। কমার্স ও এ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ার জন্য। ১৯৪৫ সালে লন্ডন থেকে যান আমেরিকার লস এঞ্জেলস্ -এ। সাদার্ন ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা শুরু করেন। হলিউডের চলচ্চিত্র পরি-চালক আরভিং পিছেলের সাথে এপ্রেনটিস হিসাবেও তিনটি ছবিতে কাজ করেছেন।

 

হরিসাধন দাশগুপ্ত । বাঙালি চলচ্চিত্র পরিচালক

হরিসাধন দাশগুপ্ত

১৯৪৮ সালে সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, অসিত সেন ইত্যাদির সাথে যৌথভাবে প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ফিল্ম সোসাইটি। এই বছরেই পরিচালনা করেন বিজ্ঞাপনচিত্র এ পারফেক্ট ডে’। ছবিটির চিত্রনাট্য রচনা করেছিলেন সত্যজিৎ রায়। চিত্রগ্রহণ করেন অজয় কর এবং শিল্প নির্দেশনা দেন বংশী চন্দ্রগুপ্ত।

জাঁ রেনোয়ার দি রিভার (১৯৫১) ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেন। ১৯৪৮ সালে হরিসাধনবাবু তাঁর বিখ্যাত তথ্যচিত্র কোনারক দ্য সান টেম্পল পরিচালনা করেন। ছবিটির চিত্রগ্রহণ করেছিলেন ক্লদ রেনোয়া। টাটা কোম্পানির জন্য তথ্যচিত্র তৈরি করেন দ্য স্টোরি অফ স্টীল (১৯৫৮)। এই ছবিটিরও চিত্রনাট্য রচনা করেছিলেন সত্যজিৎ রায়।

 

হরিসাধন দাশগুপ্ত । বাঙালি চলচ্চিত্র পরিচালক

 

সংগীত —

রবিশঙ্কর, আলোকচিত্র গ্রহণ-রুন রেনোয়া এবং সম্পাদনা করেন হৃষিকেশ মুখোপাধ্যায়।

১৯৬০ সালে হরিসাধন দাশগুপ্ত প্রোডাকসন্সএর ব্যানারে তৈরি হট্টগোল বিজয় ছবিটি শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র হিসাবে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক লাভ করে। ছবিটি পরিচালনা করেন পি.এস. দাশগুপ্ত এবং রঘুনাথ গোস্বামী।

সমগ্র চলচ্চিত্র জীবনে বহু তথ্যচিত্র, বিজ্ঞাপনচিত্র বানালেও কাহিনিচিত্র বানিয়েছেন মাত্র দুটি সেগুলি হল

কাহিনিচিত্র
  • একই অঙ্গে এত রূপ (১৯৬৫)
  • কমললতা (১৯৬৯)।

 

হরিসাধন দাশগুপ্ত । বাঙালি চলচ্চিত্র পরিচালক

 

 তথ্যচিত্র –
  • কোনারক দ্য সান টেম্পল (১৯৪৯),
  • উইভার্স অফ মান্দারগি (১৯৫৩),
  • পাঁচথুপি এ ভিলেজ ইন ওয়েস্টবেঙ্গল (১৯৫৫),
  • দ্য স্টোরি অফ স্টীল (১৯৫৮),
  • আচার্য প্রফুল্লচন্দ্র রায় (১৯৬২),
  • মালাবার স্টোরী (১৯৬৭),
  • আওয়ার চিলড্রেন উইল নো ইচ আদার বেটার (১৯৬৭),
  • কোয়েস্ট ফর হেলথ (১৯৬৭),
  • বাঘা যতীন (১৯৭৩),
  • দিস ল্যান্ড ইজ মাইন (১৯৮০) ইত্যাদি।

শর্ট ফিল্ম এ্যাসোসিয়েশনেরও তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। দীর্ঘদিন ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের চলচ্চিত্র উপেদষ্টা হিসাবেও কাজ করেছেন।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

প্রকাশনা—

অরুণকুমার রায় সম্পাদিত চলচ্চিত্র মানুষ ও হরিসাধন দাশগুপ্ত। কলকাতা, চিত্রলেখা, ২০০৩।

আরও দেখুনঃ

Leave a Comment