Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

হরিধন মুখোপাধ্যায়

হরিধন মুখোপাধ্যায়

হরিধন মুখোপাধ্যায়, জন্ম ২৪ পরগণা জেলার অন্তর্গত গোবরডাঙায়। শ্যামবাজার এ.ভি. স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ছোটবেলা থেকে কীর্তন গানে এবং নাটকে আগ্রহ। মঞ্চে স্ত্রী ভূমিকায় অভিনয়ও করেছেন। কৌতুক অভিনয়ে তাঁর দক্ষতা ছিল।

 

 

হরিধন মুখোপাধ্যায়

প্রথম চলচ্চিত্রাভিনয় রমেশ দত্ত পরিচালিত খাসদখল (১৯৩৫) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে ১৪০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন সতু সেন, নীরেন লাহিড়ী, সুকুমার দাশগুপ্ত, দেবকী বসু, নির্মল দে, সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, হীরেন নাগ, সলিল দত্ত, অজিত লাহিড়ী সহ বহু পরিচালকের সাথে।

 

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র গোপাল (গোপাল ভাঁড়, ১৯৫৩), শিববাবু (সাড়ে চুয়াত্তর, ১৯৫৩), ইনস্পেকটর চ্যাটার্জী (পরশপাথর, ১৯৫৮), পতিতপাবন (মিস প্রিয়ংবদা, ১৯৬৭); ঠাকুরদা (ধন্যি মেয়ে, ১৯৭১), দীননাথ (ফুলেশ্বরী, ১৯৭৪), স্টোরবাবু (অগ্নীশ্বর, ১৯৭৫), জ্যোতিষী (হীরক রাজার দেশে, ১৯৮০) ইত্যাদি।

অভিনয়ের পাশাপাশি ফুলেশ্বরী (১৯৭৪), ভোলা ময়রা (১৯৭৭), ডাক দিয়ে যাই (১৯৭৮) ইত্যাদি ছবিগুলিতে নেপথ্য সংগীত পরিবেশন করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের সাথে সাথে পেশাদার বঙ্গমঞ্চে এবং বেতার নাট্যেও অংশ নিয়েছেন। চলচ্চিত্রে অভিনয় এবং মঞ্চাভিনয়ের জন্য বিভিন্ন পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —

আরও দেখুনঃ

Exit mobile version