হরনাথ চক্রবর্তীঃ বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।
১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।
দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।
হরনাথ চক্রবর্তী । বাঙালি চলচ্চিত্র পরিচালক
জন্ম কলকাতায়। প্রথাগত শিক্ষা সম্পূর্ণ করে কিছুদিন অঞ্জন চৌধুরীর সহকারী হিসাবে কাজ করেন। স্বাধীন পরিচালক হিসাবে প্রথম ছবি মঙ্গলদীপ (১৯৮৯)। ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছিলেন অঞ্জন চৌধুরী।
হরনাথের পরিচালনায় প্রথম দিকের পাঁচটি ছবিই তৈরি হয়েছিল অঞ্জন চৌধুরীর কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে। ১৯৯৮ সালে অঞ্জন চৌধুরীর ছত্রচ্ছায়া থেকে বেরিয়ে এসে পুলক বন্দ্যোপাধ্যায়ের কাহিনি এবং মনোতোষ চক্রবর্তীর চিত্রনাট্য অবলম্বনে পরিচালনা করেন রাজা রানী বাদশা।
হরনাথ পরিচালিত গেঁড়াকল (২০০৪) ছবিটি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এ্যাসোসিয়েশন দ্বারা পুরস্কৃত হয়েছিল। তাঁর বহু ছবিই দর্শক সমাদর লাভ করেছে। তাঁর তৈরি চল পাল্টাই (২০১১) সমালোচকদের প্রশংসা অর্জন করে।

চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৮৯ মঙ্গলদীপ:
- ১৯৯১ নবাব;
- ১৯৯৫ সঙ্ঘর্ষ,
- ১৯৯৭ আজকের সন্তান, বিদ্রোহ
- ১৯৯৮ রাজা রানী বাদশা;
- ১৯৯৮ রণক্ষেত্র।
- ১৯৯৯ চিরদিনই তুমি যে আমার, দায় দায়িত্ব, শ্বশুরবাড়ী জিন্দাবাদ:
- ২০০০ আশ্রয়,
- ২০০১ প্রতিবাদ, দাদাঠাকুর,
- ২০০২ সাথী,
- ২০০৩ সঙ্গী, নাটের গুরু:
- ২০০৪ সূর্য, গেঁড়াকল:
- ২০০৫ রাজু আঙ্কেল, সংগ্রাম, স্বপ্ন,
- ২০০৬ রিফিউজি :
- ২০০৭ নবাব নন্দিনী, তুলকালাম:
- ২০০৮ বাজীমাৎ, চিরসাথী
- ২০০৯ মা আমার মা:
- ২০১০ জোর যার মুলুক তার;
- ২০১১ চল পাল্টাই।
আরও দেখুনঃ