স্বরূপ দত্ত হলেন একজন চলচ্চিত্র অভিনেতা। তার পুত্র সারণ দত্ত হলেন একজন চলচ্চিত্র পরিচালক।

স্বরূপ দত্ত
জন্ম কলকাতায়। সাউথ পয়েন্ট স্কুল থেকে ম্যাট্রিক, বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে আই. এ. এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতিতে সাম্মানিক সহ স্নাতক হন।
বিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই তার সাথে উৎপল দত্তের পরিচয় ঘটে। তিনি উৎপল দত্তের সাথে মঞ্চে অভিনয় করেছেন। ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত তপন সিংহ পরিচালিত আপনজন চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালি পর্দায় অভিষেক ঘটে।

প্রথম চলচ্চিত্রাভিনয় তপন সিংহ পরিচালিত আপনজন (১৯৬৮) ছবিতে রবির ভূমিকায়। তিরিশটি ছবির অভিনেতা স্বরূপ কাজ করেছেন অরবিন্দ মুখোপাধ্যায়, পীযূষ বসু, ইন্দর সেন, অজয় কর, সরোজ দে, সুখেন দাস, শমিত ভঞ্জ প্রভৃতি চলচ্চিত্রকারের সাথে। অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র অমল (সাগিনা মাহাতো, ১৯৭০), প্রবীর (অদ্ধ অতীত, ১৯৭২), অরুণ (এখনই, ১৯৭১), হারান ঘোষ (হারমোনিয়াম, ১৯৭৬), প্রণবেন্দু (কোনি, ১৯৮৬); ঠাকুর সাব (ওরা চারজন, ১৯৮৮) ইত্যাদি।

তিনি ষাটের দশকের শেষভাগ ও সত্তরের দশকে অনেক ভারতীয় বাংলা চলচ্চিত্রে মুখ্য চরিত্রের পাশাপাশি অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন। ১৯৭১ সালে তিনি জয়া বচ্চনের (তখন জয়া ভাদুড়ি) বিপরীতে হিন্দি ভাষার চলচ্চিত্র উপহার এ অভিনয় করেন।
অভিনয়ের পাশাপাশি অরূপ দত্তর সাথে যুগ্ম ভাবে পরিচালনা করেছেন অগ্নিসংকেত (১৯৮৮)। বিপ্লব চট্টোপাধ্যায় পরিচালিত বিদ্রোহিনী (১৯৯৪) ছবিটি তার কাহিনি ও চিত্রনাট্য তৈরি হয়েছিল।
চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৬৮ আপনজন
- ১৯৬৯ পিতাপুত্র, মা ও মেয়ে
- ১৯৭০ মেঘ ও রৌদ্র, সাগিনা মাহাতো, স্বর্ণশিখর প্রাঙ্গণে
- ১৯৭১ এখনই
- ১৯৭২ অন্ধ অতীত,
- ১৯৭৩ অচেনা অতিথি,
- ১৯৭৬ হারমোনিয়াম, অসময়:
- ১৯৭৯ নৌকাডুবি,
- ১৯৮৩ সংসারের ইতিকথা, জীবনমরণ,
- ১৯৮৪ বিষবৃক্ষ;
- ১৯৮৫ মিলন তিথি;
- ১৯৮৬ কোনি, উর্বশী
- ১৯৮৭ পাপপুণ্য;
- ১৯৮৮ ওরা চারজন, মধুবন, দেনাপাওনা
- ১৯৮৯ চোখের আলোয়
- ১৯৯০ রাজা বাদশা,
- ১৯৯১ সাধারণ মেয়ে:
- ১৯৯২ ধর্মযুদ্ধ
- ১৯৯৪ বিদ্রোহিনী:
- ১৯৯৭ নয়নতারা।
