স্বপন সাহা

স্বপন সাহার জন্ম বাংলাদেশের নেত্রকোনায় স্কুলশিক্ষা সমাপ্ত করে কলেজে ভর্তি হলেও প্রথাগত শিক্ষা অসম্পূর্ণ রেখেই বাংলাদেশের ঢাকায় চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত হন, এবং আলমগীর কুমকুম পরিচালিত কয়েকটি ছবিতে সহকারী হিসাবে কাজ করেন।

 

স্বপন সাহা । বাঙালি চলচ্চিত্র পরিচালক

 

স্বপন সাহা

 

১৯৭১ সালে পরিবারের লোকদের সাথে স্থায়ীভাবে ভারতে চলে আসেন এবং পারিবারিক ব্যবসার সাথে যুক্ত হন। ১৯৮৮ সালে কলকাতায় যুক্ত হন বাংলা চলচ্চিত্র শিল্পের সাথে, তাঁর পরিচালনায় নির্মিত প্রথম ছবি বেদেনীর প্রেম (১৯৯২)।

 

স্বপন সাহা । বাঙালি চলচ্চিত্র পরিচালক

 

এখনও পর্যন্ত সর্বাধিক বাংলা ছবির পরিচালক স্বপন সাহা প্রায় ৮০টি ছবি পরিচালনার পাশাপাশি নিজের কাহিনি অবলম্বনে নয়টি ছবি তৈরি করেছেন, যার মধ্যে পাঁচটি ছবির চিত্রনাট্যও তিনি নিজেই লিখেছেন।

সাধারণ ভাবে বাণিজ্যিক ছবির পরিচালক স্বপন সাহা নির্মিত বাবা কেন চাকর (১৯৯৮), মিনিষ্টার ফাটাকেষ্ট (২০০৭) ইত্যাদি ছবিগুলি বাণিজ্যসফল ছবি হিসাবে পরিচিত।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৯২ বেদেনীর প্রেম:
  • ১৯৯৩ মান সম্মান:
  • ১৯৯৪ বিশ্বাস অবিশ্বাস, দাঙ্গা:
  • ১৯৯৫ নাগিন কন্যা, সুজন সখী;
  • ১৯৯৬ অবুঝ মন, ঝিনুকমালা, সখী তুমি কার,
  • ১৯৯৭ আদরের বোন, বকুল প্রিয়া, মাটির মানুষ, মায়ার বন্ধন, নিষ্পাপ আসামী, পিতা মাতা সন্তান, সবার উপরে মা, তোমাকে চাই,
  • ১৯৯৮ বাবা কেন চাকর, ঘরের লক্ষ্মী, কমলার বনবাস, মায়ের দিব্যি, নাগ নাগিনী, নয়নের আলো, প্রাণের চেয়ে প্রিয়, শিমুল পারুল, সুন্দরী, স্বামীর আদেশ,
  • ১৯৯৯ সন্তান যখন শত্রু, কাঞ্চনমালা, মধুমালতী, মানুষ কেন বেইমান, সত্যম শিবম সুন্দরম, স্বামীর ঘর, তোমায় পাব বলে:
  • ২০০০ গরীবের সম্মান, বন্ধন, সৎ ভাই, এই ঘর এই সংসার;
  • ২০০১ জবাব চাই, গুরুশিষ্য
  • ২০০২ স্ত্রীর মর্যাদা, কুরুক্ষেত্র, শত্রুর মোকাবিলা,
  • ২০০৩ স্নেহের প্রতিদান, সুখ দুঃখের সংসার, গুরু, কর্তব্য, সবুজ সাথী:
  • ২০০৪ ত্যাগ, অগ্নি, অন্যায় অত্যাচার, কুলী, সজনী
  • ২০০৫ রাজমহল:
  • ২০০৬ হাঙ্গামা, ঘাতক, হীরো, সকাল সন্ধ্যা, এম.এল.এ ফাটাকেষ্ট
  • ২০০৭ দেবী, মিনিষ্টার ফাটাকেষ্ট, টাইগার
  • ২০০৮ গোলমাল, টক্কর, রাজকুমার জোর, জন্মদাতা, আমার প্রতিজ্ঞা
  • ২০০৯ এই পৃথিবী তোমার আমার, চাওয়া পাওয়া, ওলটপালট, জামাইরাজা, কেন কিছু কথা বল না।
  • ২০১০ মন নিয়ে, ঘর সংসার।

 

আরও দেখুনঃ

Leave a Comment