Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

সৌরেন সেন

সৌরেন সেন

সৌরেন সেন: বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়। দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স।

 

 

সৌরেন সেন

 

জন্ম কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক সহ বি.এসসি. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাহোর যান, সেখানে বি.টি. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। প্রথমে দিল্লির একটি স্কুলে, পরে লেডী আরউইন কলেজ অফ উইমেনে ইনস্ট্রাকটার হিসাবে চাকরি করেন। কিছুদিন কালী ফিল্মস স্টুডিওতে মেক আপ ম্যানের কাজ করেন।

স্বাধীন ভাবে প্রথম শিল্প নির্দেশনা নিউ থিয়েটার্স প্রযোজিত ও দেবকী বসু পরিচালিত বিদ্যাপতি (১৯৩৮)। দেবকী বসু, নীতিন বসু, হেমচন্দ্র চন্দ্র, মধু বসু, বিমল রায়, অমর মল্লিক, ফণী মজুমদার ইত্যাদি পরিচালকের সাথে শিল্প নির্দেশক হিসাবে কাজ করেছেন।

 

 

নিজের গল্প ও চিত্রনাট্য অবলম্বনে পরিচালনা করেন রূপকথা (১৯৫০)। ছবিটি প্রযোজনা করেছিল নিউ থিয়েটার্স। পরিচালনার পাশাপাশি তিনি এই ছবির জন্য গান রচনাও করেছিলেন।

এছাড়াও ১৯৫৫ সালে তিনি হেমচন্দ্র চন্দ্রের সাথে যৌথ ভাবে পরিচালনা করেন চিত্রাঙ্গদা।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —

আরও দেখুনঃ

Exit mobile version