সৌরেন সেন: বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়। দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স।
সৌরেন সেন
জন্ম কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক সহ বি.এসসি. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাহোর যান, সেখানে বি.টি. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। প্রথমে দিল্লির একটি স্কুলে, পরে লেডী আরউইন কলেজ অফ উইমেনে ইনস্ট্রাকটার হিসাবে চাকরি করেন। কিছুদিন কালী ফিল্মস স্টুডিওতে মেক আপ ম্যানের কাজ করেন।
স্বাধীন ভাবে প্রথম শিল্প নির্দেশনা নিউ থিয়েটার্স প্রযোজিত ও দেবকী বসু পরিচালিত বিদ্যাপতি (১৯৩৮)। দেবকী বসু, নীতিন বসু, হেমচন্দ্র চন্দ্র, মধু বসু, বিমল রায়, অমর মল্লিক, ফণী মজুমদার ইত্যাদি পরিচালকের সাথে শিল্প নির্দেশক হিসাবে কাজ করেছেন।
নিজের গল্প ও চিত্রনাট্য অবলম্বনে পরিচালনা করেন রূপকথা (১৯৫০)। ছবিটি প্রযোজনা করেছিল নিউ থিয়েটার্স। পরিচালনার পাশাপাশি তিনি এই ছবির জন্য গান রচনাও করেছিলেন।
এছাড়াও ১৯৫৫ সালে তিনি হেমচন্দ্র চন্দ্রের সাথে যৌথ ভাবে পরিচালনা করেন চিত্রাঙ্গদা।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৩৮ বিদ্যাপতি, দেশের মাটি, সাথী:
- ১৯৩৯ বড় দিদি, জীবন মরণ:
- ১৯৪০ পরাজয়, অভিনেত্রী:
- ১৯৪১ নর্তকী, পরিচয়, প্রতিশ্রুতি:
- ১৯৪২ মীনাক্ষী:
- ১৯৪৩ কাশীনাথ, দিকশূল:
- ১৯৪৪ উদয়ের পথে:
- ১৯৪৫ দুই পুরুষ:
- ১৯৪৭ নার্স সিসি রামের সুমতি।
- ১৯৪৮ প্রতিবাদ
- ১৯৪৯ স্বামীজী, বিষ্ণুপ্রিয়া:
- ১৯৫০ রূপকথা:
- ১৯৫৫ গোধূলি, দেবী মালিনী, চিত্রাঙ্গদা, ভালোবাসা
- ১৯৫৬ সাহেব বিবি গোলাম, চিরকুমার সভা, শঙ্করনারায়ণ ব্যাঙ্ক, চোর, নবজন্ম:
- ১৯৫৭ মাধবীর জন্য
- ১৯৫৮ সোনার কাঠি, মানময়ী গার্লস স্কুল:
- ১৯৫৯ সাগর সঙ্গমে
- ১৯৬৭ দুষ্টু প্রজাপতি।
আরও দেখুনঃ