সৌমেন্দু রায় ( সৌম্যেন্দু ), জন্ম কলকাতায় হলেও বাবার চাকরির কারণে ছেলেবেলা কেটেছে মধ্যপ্রদেশের অন্তর্গত ধরমজয়গড় নামে একটি ছোট রাজ্যে। কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হলেও প্রথাগত শিক্ষা অসমাপ্ত রেখেই ১৯৫৪ সালে টেকনিসিয়ান স্টুডিওতে সহকারী হিসাবে যোগ দেন।
সৌমেন্দু রায় ( সৌম্যেন্দু )
রামানন্দ সেনগুপ্ত, দেওজীভাই, বিদ্যাপতি ঘোষ, সুব্রত মিত্র, জি. কে. মেহতা, দীনেন গুপ্ত ইত্যাদি চিত্রগ্রাহকের সহকারী হিসাবে প্রায় পঞ্চাশটি ছবিতে কাজ করেছেন। অনেক ছবির পরিচয়লিপিতেই তিনি সৌমেন্দু রায় নামে উল্লিখিত।
স্বাধীন চিত্রগ্রাহক হিসাবে প্রথম কাজ সত্যজিৎ রায় পরিচালিত তিনকন্যা (১৯৬১)। ২০০ সাল পর্যন্ত বাংলা, হিন্দী, তামিল মিলিয়ে প্রায় বাহারটি কাহিনিচিত্র, আঠেরোটি তথ্যচিত্র, সাতটি দূরদর্শন চিত্র, এবং সাতটি ধারাবাহিকে কাজ করেছেন।
সত্যজিৎ রায় ছাড়াও যে সব উল্লেখযোগ্য পরিচালকদের সাথে কাজ করেছেন তারা হলেন তপন সিংহ, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, যান্ত্রিক, রাজা সেন, উৎপলেন্দু চক্রবর্তী প্রভৃতি।
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসাবে রজতকমল পেয়েছেন সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেত (১৯৭৩), সোনার কেল্লা (১৯৭৪), শতরঞ্জ কে খিলাড়ী (১৯৭৭) এবং রাজা সেন পরিচালিত সুচিত্রা মিত্র তথ্যচিত্রর জন্য। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার, ওয়েস্টার্ন ইন্ডিয়া ক্যামেরাম্যানস এ্যাসোসিয়েশন এবং তামিলনাড়ু সরকার কর্তৃক পুরস্কৃত হয়েছেন।
বাংলা ও হিন্দী ছাড়াও চারটি তামিল ছবির চিত্রগ্রহণ করেছেন। চিত্রগ্রহণে পারদর্শিতার কারণে সরকারি পুরস্কার ছাড়াও বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, আর্ট ফোরাম ও আনন্দলোক পুরস্কারে ভূষিত হয়েছেন।
প্রকাশিত গ্রন্থ সৌমা ইন্দুর আলো। অরুণেন্দ্র মুখোপাধ্যায়, কলকাতা, অর্কদীপ, ২০০৫।

চলচ্চিত্রপঞ্জি (কাহিনিচিত্র) –
- ১৯৬১ তিনকন্যা:
- ১৯৬২ অভিযান:
- ১৯৬৩ পলাতক, শেষ প্রহর,
- ১৯৬৫ ‘আলোর পিপাসা, বাক্সবদল, একটুকু বাসা, কাপুরুষ ও মহাপুরুষ, অভয়া ও শ্রীকান্ত।
- ১৯৬৭ বধুবরণ, বালিকা বধু, চিড়িয়াখানা
- ১৯৬৯ গুপী গাইন ও বাঘা বাইন:
- ১৯৭০ অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী,
- ১৯৭১ কুহেলি, সীমাবদ্ধ,
- ১৯৭৩ অশনি সংকেত:
- ১৯৭৪ সাধু যুধিষ্ঠিরের কড়চা, সোনার কেল্লা,
- ১৯৭৫ কবি
- ১৯৭৬ জনঅরণ্য, নিধিরাম সর্দার।
- ১৯৭৮ শতরঞ্জ কে খিলাড়ী
- ১৯৭৯ জয় বাবা ফেলুনাথ,
- ১৯৮০ হীরক রাজার দেশে,
- ১৯৮৩ মৌচোর, ফটিকচাদ, পিকু:
- ১৯৮৫ ঘরে বাইরে, দেবশিশু,
- ১৯৮৬ অনুরাধা,
- ১৯৮৮ ভোম্বল সর্দার, আগুন;
- ১৯৯০ দেবতা, এক ডাক্তার কি মওত
- ১৯৯২ অন্তর্ধান, তখন
- ১৯৯৪ হুইল চেয়ার,
- ১৯৯৫ মোহিনী, চরাচর,
- ১৯৯৬ সোপান;
- ১৯৯৭ শতাব্দীর কন্যা।
- ১৯৯৮ সূর্যকন্যা, আজল গাঁয়ের আজব কথা
- ১৯৯৯ আত্মীয়স্বজন, আনোখা মোতি
- ২০০০ ভালোবাসার ছোঁয়া।
- ২০০১ একা একা
- ২০০৪ সমুদ্রাক্ষী
তথ্যচিত্র—
- রবীন্দ্রনাথ,
- সিকিম, ইনার আই,
- বালা. মিম্পসেস অফ ওয়েস্ট বেঙ্গল,
- ডেস্টিনেশন ক্যালকাটা,
- গঙ্গাসাগর,
- টাইগার্স অব দ্য মাউন্টেন,
- আমজাদ আলি খাঁ,
- সুচিত্রা মিত্র,
- প্রেজেন ইমেজ,
- ছাপাখানা যখন এল,
- ইন সার্চ অফ ইন্ডিয়ান থিয়েটার,
- ইসলাম ইন ইন্ডিয়া,
- মার্ডার ফর মার্ডার,
- দ্য মিউজিক অফ সত্যজিৎ রে।
আরও দেখুনঃ