সুপ্রিয়া দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

সুপ্রিয়া দেবী: জন্ম ব্রহ্মদেশের (বর্তমানে মায়ানমার) মিচকিনা শহরে। ছোটবেলাতেই কলকাতায় চলে আসেন। প্রথম চলচ্চিত্রাভিনয় নির্মল দে পরিচালিত বসুপরিবার (১৯৫২) ছবিতে।

 

সুপ্রিয়া দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সুপ্রিয়া দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় ৯০টি বাংলা ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন ঋত্বিক ঘটক, অজয় কর, অগ্রদূত, অগ্রগামী, সুশীল মজুমদার, রাজেন তরফদার, শচীন মুখোপাধ্যায়, হীরেন নাগ, পিনাকী মুখোপাধ্যায় সহ বহু পরিচালকের সাথে।

 

সুপ্রিয়া দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র নীতা (মেঘে ঢাকা তারা, ১৯৬০): যুথিকা (শুন বরনারী, ১৯৬০): অনসূয়া (কোমল গান্ধার, ১৯৬১) জবা (স্বরলিপি, ১৯৬১); নিরুপমা (নিশীথে, ১৯৬৩), সৌদামিনী (লাল পাথর, ১৯৬৪), লাবণ্য (কাল তুমি আলেয়া, ১৯৬৬); গোপা (জীবন মৃত্যু, ১৯৬৭), মিনতি (আকাশ ছোঁয়া, ১৯৬৭), করবী (চৌরঙ্গী, ১৯৬৮), রূপা (ছিন্নপত্র, ১৯৭২); পদ্ম (বনপলাশির পদাবলী, ১৯৭৩), সুমিত্রা (সব্যসাচী, ১৯৭৭) ইত্যাদি।

 

সুপ্রিয়া দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার মঞ্চে, দূরদর্শন ধারাবাহিকে এবং যাত্রাতেও অভিনয় করেছেন।

উদয় ভট্টাচার্য পরিচালিত উত্তর মেলেনি (১৯৮২) ছবিটি প্রযোজনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করেছেন। দীর্ঘদিন উত্তমকুমারের সাথে ময়রা স্ট্রিটের বাড়িতে একত্রে বসবাস করেছেন। সুপ্রিয়া দেবীর লেখা ‘আমার জীবন আমার উত্তম’ ১৯৯৯ সালে মডেল পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫২ বসু পরিবার, মধুরাত্রি, শ্যামলী
  • ১৯৫৩ যোগবিয়োগ:
  • ১৯৫৬; সাহেব বিবি গোলাম:
  • ১৯৫৯ এ জহর সে জহর নয়, আম্রপালী, সোনার হরিণ, শুভ বিবাহ,
  • ১৯৬০ উত্তর মেঘ, মেঘে ঢাকা তারা, কোন একদিন, অজানা কাহিনী, সুরের পিয়াসী, নতুন ফসল, শুন বরনারী:
  • ১৯৬১ কোমল গান্ধার, বিষকন্যা, অগ্নিসংস্কার, স্বরলিপি, স্বয়ম্বরা
  • ১৯৬২ কাজল, অভিসারিকা
  • ১৯৬৩ নিশীথে, উত্তরায়ণ, দুই নারী, সূর্য্যশিখা;
  • ১৯৬৪ অয়নাও, লাল পাথর:
  • ১৯৬৬ শুধু একটি বছর, হারানো প্রেম, কাল তুমি আলেয়া;
  • ১৯৬৭ জীবন মৃত্যু, আকাশ ছোঁয়া:
  • ১৯৬৮ চৌরঙ্গী, তিন অধ্যায়
  • ১৯৬৯ সাবরমতী, চিরদিনের, মন নিয়ে,
  • ১৯৭০ বিলম্বিত লয়,
  • ১৯৭১ জীবন জিজ্ঞাসা:
  • ১৯৭২ অন্ধ অতীত, ছিন্নপত্র;
  • ১৯৭৩ বনপলাশির পদাবলী,
  • ১৯৭৪ রক্ততিলক, যদি জানতেম;
  • ১৯৭৫ নগর দর্পণে, সন্ন্যাসী রাজা, বাঘবন্দী খেলা;
  • ১৯৭৬ সম্রাট, মোমবাতি, বহ্নিশিখা,
  • ১৯৭৭ সব্যসাচী, ভোলা ময়রা, সিষ্টার:
  • ১৯৭৮ দুই পুরুষ:
  • ১৯৭৯ দেবদাস
  • ১৯৮০ দুই পৃথিবী:
  • ১৯৮১ কলঙ্কিনী কঙ্কাবতী:
  • ১৯৮২ উত্তর মেলেনি, ইমন কল্যাণ,
  • ১৯৮৯ কড়ি দিয়ে কিনলাম, নতুন সূর্য,
  • ১৯৯৩ রক্তের স্বাদ, সোনম রাজা, বধু:
  • ১৯৯৪ সিনেমায় যেমন হয়, নীলাঞ্জনা:
  • ১৯৯৫ অন্তরতম, উজান:
  • ১৯৯৬ ত্রিধারা
  • ১৯৯৭ মিত্তির বাড়ীর ছোট বৌ, লেডি ডাক্তার:
  • ১৯৯৯ সিঁদুর খেলা, জীবন নিয়ে খেলা, আত্মীয় স্বজন, খেলাঘর, কলঙ্কিনী বধু:
  • ২০০০ শেষ ঠিকানা: একটি নদীর নাম:
  • ২০০৭ এক মুঠো ছবি:
  • ২০০৯ মল্লিক ম্যাডলি ফ্রেন্ড
  • ২০১০: হাঁদা ভোঁদা।

আরও দেখুনঃ

Leave a Comment