Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

সুনীতি মিত্র 

সুনীতি মিত্র

সুনীতি মিত্র: বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।

 

 

সুনীতি মিত্র 

 

সুনীতি মিত্র একজন শিল্প নির্দেশক। প্রথাগত শিক্ষা সম্পূর্ণ করে শান্তিনিকেতন থেকে শিল্পে ডিপ্লোমা অর্জন করেন। নিউ থিয়েটার্স স্টুডিওতে কিছুদিন সহকারী শিল্প নির্দেশক হিসাবে কাজ করেছেন।

 

 

স্বাধীন শিল্প নির্দেশক হিসাবে প্রথম কাজ ভোলানাথ মিত্র পরিচালিত পরিত্রাণ (১৯৫১) ছবিতে। তপন সিংহর আঠেরোটি, অরবিন্দ মুখার্জীর নয়টি ছবির শিল্প নির্দেশনার সাথে বিকাশ রায়, নীতিন বসু, মৃণাল সেন, হেমচন্দ্র চন্দ্র, তরুণ মজুমদার, সুশীল মজুমদার প্রভৃতি পরিচালকের সাথেও কাজ করেছেন। অরবিন্দ মুখার্জী পরিচালিত নকল সোনা (১৯৭৩) ছবিতে শিল্প নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেছেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —

আরও দেখুনঃ

Exit mobile version