সুনীতি মিত্র: বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।
সুনীতি মিত্র
সুনীতি মিত্র একজন শিল্প নির্দেশক। প্রথাগত শিক্ষা সম্পূর্ণ করে শান্তিনিকেতন থেকে শিল্পে ডিপ্লোমা অর্জন করেন। নিউ থিয়েটার্স স্টুডিওতে কিছুদিন সহকারী শিল্প নির্দেশক হিসাবে কাজ করেছেন।
স্বাধীন শিল্প নির্দেশক হিসাবে প্রথম কাজ ভোলানাথ মিত্র পরিচালিত পরিত্রাণ (১৯৫১) ছবিতে। তপন সিংহর আঠেরোটি, অরবিন্দ মুখার্জীর নয়টি ছবির শিল্প নির্দেশনার সাথে বিকাশ রায়, নীতিন বসু, মৃণাল সেন, হেমচন্দ্র চন্দ্র, তরুণ মজুমদার, সুশীল মজুমদার প্রভৃতি পরিচালকের সাথেও কাজ করেছেন। অরবিন্দ মুখার্জী পরিচালিত নকল সোনা (১৯৭৩) ছবিতে শিল্প নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেছেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৫১ পরিত্রাণ,
- ১৯৫৩ পথনির্দেশ:
- ১৯৫৪ নদ ও নদী, লেডিস সিট, বকুল
- ১৯৫৫ রাইকমল, সাজঘর, চিত্রাঙ্গদা, কালো বৌ, অর্ধাঙ্গিনী;
- ১৯৫৬ : মা;
- ১৯৫৭ কাবুলিওয়ালা, মমতা, হারানো সুর:
- ১৯৫৮ লৌহকপাট, যোগাযোগ, কালামাটি, যৌতুক, রাজধানী থেকে:
- ১৯৫৯ নীল আকাশের নীচে, গলি থেকে রাজপথ, ক্ষণিকের অতিথি:
- ১৯৬০ আকাশ পাতাল, উত্তর মেঘ, ক্ষুধিত পাষাণ, ইন্দ্ৰধনু, কোন একদিন, নতুন ফসল:
- ১৯৬১ ঝিন্দের বন্দী, কঠিন মায়া, আহ্বান, কানামাছি,
- ১৯৬২ সঞ্চারিনী, শিউলিবাড়ি, হাঁসুলী বাঁকের উপকথা, অভিসারিকা:
- ১৯৬৩ নির্জন সৈকতে:
- ১৯৬৪ কালস্রোত, জতুগৃহ, কাঁটাতার, আরোহী, লাল পাথর:
- ১৯৬৫ অতিথি, সুরের আগুন:
- ১৯৬৬ গল্প হলেও সত্যি:
- ১৯৬৭ কেদাররাজা
- ১৯৬৮ জীবন সংগীত:
- ১৯৬৯ পিতাপুত্র:
- ১৯৭০ শান্তি, মেঘ ও রৌদ্র, সাগিনা মাহাতো, নিশিপদ্ম,
- ১৯৭১ মাল্যদান, কুহেলি, মহাবিপ্লবী অরবিন্দ,
- ১৯৭২ পদিপিসীর বর্মি বাক্স,
- ১৯৭৩ নকল সোনা, কায়াহীনের কাহিনী, শ্রীমান পৃথ্বীরাজ,
- ১৯৭৪ ফুলেশ্বরী, ঠগিনী:
- ১৯৭৫ অগ্নীশ্বর, রাজা
- ১৯৭৬ হারমোনিয়াম:
- ১৯৭৭ এই পৃথিবীর পান্থনিবাস, মন্ত্রমুগ্ধ, ফুলশয্যা, শেষরক্ষা
- ১৯৭৮ নদী থেকে সাগরে:
- ১৯৭১ প্রতিবিম্ব: দৌড়, জীবন যে রকম, নৌকাডুবি, সবুজ দ্বীপের রাজা:
- ১৯৮০ বাঞ্ছারামের বাগান;
- ১৯৮৩ ছোট মা
- ১৯৮৫ বৈদুর্য্য রহস্য,
- ১৯৮৭ লালন ফকির।
আরও দেখুনঃ