Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

সুধীন দাশগুপ্ত

সুধীন দাশগুপ্ত

সুধীন দাশগুপ্ত, জন্ম পূর্ববঙ্গের যশোহর জেলার অন্তর্গত বড়কালিয়া গ্রামে। ছোটবেলা থেকেই সংগীত ও খেলাধুলোয় পারদর্শী সুধীনের পিয়ানো ছাড়াও সেতার এবং মাউথ অর্গানে দক্ষতা ছিল। লন্ডনের রয়েল কলেজ অফ মিউজিক থেকে মাস্টার ডিগ্রি লাভ করেন। ১৯৫৩ সালে তাঁর দেওয়া সুরে বেচু দত্তর গলায় গানের রেকর্ড প্রকাশিত হয়।

 

 

সুধীন দাশগুপ্ত

 

চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসাবে প্রথম কাজ নরেশচন্দ্র মিত্র পরিচালিত উল্কা (১৯৫৭) ছবিতে। তাঁর কর্মজীবনে মোট ৪৫টি ছবিতে সংগীত পরিচালক হিসাবে কাজ করেছেন। উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন অগ্রদূত, অগ্রগামী, দীনেন গুপ্ত, শুরু বাগচী, মৃণাল সেন, রাজেন তরফদার, ইন্দর সেন, অজিত গাঙ্গুলী, দিলীপ রায় প্রভৃতি। ভারতীয় মার্গ সংগীত এবং লোক সংগীতেও তাঁর দক্ষতা ছিল।

 

 

চল্লিশের দশকের শেষে সুধীন দাশগুপ্ত ভারতীয় গণনাট্য সংঘের সাথে যুক্ত হন৷ কমল দাশগুপ্তর সহকারী হিসাবে কাজের সাথে সাথে গণনাট্য সংঘের কলকাতা উত্তর শাখার গানের দলের জন্য বহু গানে সুরারোপ করেছেন। বাংলা ছাড়াও হিন্দী, অসমীয়া এবং ওড়িয়া ছবিতেও পরিচালক হিসাবে কাজ করেছেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —

আরও দেখুনঃ

Exit mobile version