Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

সাবিলা নূর । মডেল ও অভিনেত্রী

সাবিলা নূর

সাবিলা নূর একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউ টার্ন।গতানুগতিক নরম চরিত্র থেকে একটু আলাদা শক্ত রাগী বদমেজাজি চরিত্র গুলি যিনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন তিনি হলেন বাংলাদেশের বর্তমান সময়ের এক উদীয়মান তারকা অভিনেত্রী সাবিলা নুর।

প্রাথমিক জীবন

সাবিলা নূর ১৯৯৫ সালের ২৭ মে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল। সাবিলা বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুঁড়ি চ্যাম্পিয়ন হয়েছিলেন, যখন তিনি প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

কর্মজীবন

সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণ ফোন, নেস্কেফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি।

ব্যক্তিগত জীবন

সাবিলা নূরের ভালো বন্ধু অভিনেতা তৌসিফ মাহবুব। তৌসিফের মাধ্যমেই নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে সাবিলা নূরের পরিচয় ঘটে। দীর্ঘ দিনের পরিচয় ও প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে গত ২৭ অক্টোবর ২০১৯ সালে প্রেমিক তাহের কে বিয়ে করেন।

সাবিলা সম্পর্কে অজানা তথ্য

বাংলা নাটকে অভিনয় করা অভিনেত্রীদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন রকম অভিনয় করেন বলতে যার নাম উঠে আসে তিনি হলেন সাবিলা নূর। একজন অভিনেত্রী হিসেবে অভিনয় টি কে তিনি অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। যেখানে সাধারণত অভিনেত্রী দের নরম কোমল স্বভাবে অভিনয় করতে দেখা যায়, সাবিলা নূর একেবারে আলাদা। গরম শক্তি চরিত্র গুলিতে তাকে দেখা গিয়েছে। কখনো ছেলে দের কলার চেপে ধরছেন কখনো বা বখাটে দের শাসিয়ে বেড়াচ্ছেন।

 

সব মিলিয়ে তিনি নাটকের যে চরিত্রগুলি ফুটিয়ে তোলেন টা এককথায় অনন্য,অসাধারণ । তার মত চরিত্রগুলি অন্য অভিনেত্রী যে এত সহজে ফুটিয়ে তুলতে পারবেন না, তার বলার অপেক্ষা রাখেনা। এককথায় সাবিলা নূর বাংলাদেশের একজন উদীয়মান সফল অভিনেত্রী। কর্মজীবনের শুরু থেকে আজ পর্যন্ত কোনো সমালোচনা ছাড়াই কাজ করে চলেছেন।

পুরস্কার ও মনোনয়ন

আরও দেখুনঃ

Exit mobile version