Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

সাবরিনা সুলতানা কেয়া । মডেল ও অভিনেত্রী

সাবরিনা সুলতানা কেয়া

সাবরিনা সুলতানা কেয়া  হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। যিনি চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন।

জন্ম

সাবরিনা সুলতানা কেয়া ১২ অক্টোবর ঢাকায় জন্মগ্রহন করেন।

কর্মজীবন

২০০১ সালে ১৪ বছর বয়সে কঠিন বাস্তব চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে কেয়ার।মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে শুরুতেই দারুণ প্রশংসিত হন। ওই ছবিতে তার বিপরীতে ছিলেন রিয়াজ। এরপর প্রায় এক ডজন চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন চিত্রনায়িকা হিসেবে। কেয়ার অভিনয় নৈপুণ্য দেখে কেউ কেউ বলেছিলেন ‘এই মেয়েটিই হবে ঢাকাই চলচ্চিত্রের এক নম্বর নায়িকা।’ অনেকেই দারুণ সম্ভাবনা দেখেছিলেন এ অভিনেত্রীর মধ্যে।

২০০৩ সালে তিনি সাহসী মানুষ চাই চলচ্চিত্রে অভিনয় করেন, যা দুইটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ব্ল্যাকমানি মুক্তি পায়। এরপর তিনি ৪ বছর পর ২০১৯ সালে শিপন মিত্রের বিপরীতে ইয়েস ম্যাডাম চলচ্চিত্রের মাধ্যমে পুনরায় প্রত্যাবর্তন করেন।

আবুল খায়ের বুলবুলের পরিচালনায় ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ ছবিতে। এ ছাড়াও কেয়ার হাতে থাকা উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে রকিবুল আলম রাকিবের ‘জান তুমি প্রাণ তুমি, বাবুল রেজার ‘কাঁটাদাগ’, রাজু আকবরের ‘রক্তে ভেজা মাটি’, কমল সরকার ‘এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে’, বাবুল রেজার পরিচালনায় ‘কাটা দাগ’ প্রভৃতি।

২০০৮ সালে জুবায়ের নামের এক প্রবাসীকে বিয়ে করে পাড়ি জমান আমেরিকায়। মাত্র তিন বছরের মাথায় ভেঙে যায় তাদের সংসার। দেশে ফিরে এলেও চলচ্চিত্রে ফিরে আসেন নি, বরং বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। খবর রটে যায়, চলচ্চিত্রের অন্ধকার জগতের সঙ্গে মিশে গেছেন তিনি।

সমালোচনা

২০১১ সালের ২২ ডিসেম্বর অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে কেয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপর, ২০১১ সালের ২৩ ডিসেম্বর তিনি জরিমানা প্রদানের বিনিময়ে মুক্তি পান।

চলচ্চিত্র

সাবরিনা সুলতানা কেয়ার উল্লেখযোগ্য চলচ্চিত্র

আরও দেখুনঃ

Exit mobile version