সমরেশ বসু

সমরেশ বসু , জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) ঢাকায়। পরে কলকাতার কাছে নৈহাটিতে বসবাস শুরু করেন, এই সময় তাঁর লেখা ছোটগল্প ‘আদাব’ প্রকাশিত হয় পরিচয় পত্রিকায়। তখন তিনি ভারতের কমিউনিস্ট পার্টি প্রভাবিত পার্ট শ্রমিকদের সংগঠনের সাথে যুক্ত ছিলেন। কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলে কিছুদিনের জন্য কারারুদ্ধ হন।জেল থেকে ছাড়া পেয়ে পূর্ণ সময় সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন।

 

সমরেশ বসু

 

সমরেশ বসু

 

গঙ্গা উপন্যাস সমরেশকে সাহিত্যিক হিসাবে মর্যাদা এনে দেয় যদিও পরবর্তীকালে তাঁর লেখা বিবর ও প্রজাপতি অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়। শাশ্ব উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। শিল্পী রামকিঙ্কর বেজের জীবনী অবলম্বনে লেখা দেখি নাই ফিরে অসম্পূর্ণ হলেও পাঠকের প্রশংসা অর্জন করে।

সমরেশ বসুর কাহিনি অবলম্বনে প্রথম ছবি অগ্রদূতের পরিচালনায় নির্মিত কুহক (১৯৬০)। পরবর্তী ছবি রাজেন তরফদার পরিচালিত গঙ্গা (১৯৬০) সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও প্রশংসা অর্জন করেছিল।

 

সমরেশ বসু

 

তাঁর লেখা কাহিনি অবলম্বনে মোট ৩০টি বাংলা ছবি নির্মিত হয়েছে যার মধ্যে কালকূট ছদ্মনামের আড়ালে লেখা তিনটি কাহিনিচিত্রও আছে।

অগ্রদূত, রাজেন তরফদার ছাড়াও তাঁর কাহিনি অবলম্বনে ছবি করেছেন বিজয় বসু, অরবিন্দ মুখোপাধ্যায়, পীযূষ বসু, অজিত লাহিড়ী, সলিল সেন, পূর্ণেন্দু পরী, আশুতোষ বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব দাশগুপ্ত, মৃণাল সেন (হিন্দীতে) প্রভৃতি পরিচালকেরা। কালকূট ছদ্মনামের আড়ালে তাঁর লেখা কাহিনি অবলম্বনে প্রথম ছবি নির্জন সৈকতে (১৯৬৩)। ছবিটি পরিচালনা করেন তপন সিংহ।

 

সমরেশ বসু

 

নিজের কাহিনি অবলম্বনে তৈরি সূর্যতৃষ্ণা (১৯৮৪) এবং নিশীথে (১৯৮৫) ছবির চিত্রনাট্য রচনার পাশাপাশি তারাশঙ্করের কাহিনি অবলম্বনে বিজয় বসু পরিচালিত ফরিয়াদ (১৯৭১) এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে অর্জিত লাহিড়ী পরিচালিত আবার (১৯৭৩) ছবির চিত্রনাট্য রচনা করেছেন। সলিল সেন পরিচালিত ছুটির ফাঁদে (১৯৭৫) ছবির জন্য সংগীত রচনাও করেছেন।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৬০ কুহক, গঙ্গা,
  • ১৯৬৩ দুই নারী, নির্জন সৈকতে:
  • ১৯৬৪ বিভাস, অয়নান্ত;
  • ১৯৬৫ সুরের আগুন;
  • ১৯৬৮ বাঘিনী,
  • ১৯৬৯ দুরন্ত চড়াই, তিন ভুবনের পারে, অপরিচিতা,
  • ১৯৭০ স্বর্ণশিখর প্রাঙ্গণে,
  • ১৯৭১ আটাত্তর দিন পরে, ফরিয়াদ (গল্প ও চিত্রনাট্য):
  • ১৯৭৩ আরণ্যক (চিত্রনাট্য), এপার ওপার,
  • ১৯৭৪ ছেঁড়া তমসুক বিকেলে ভোরের ফুল:
  • ১৯৭৫ মৌচাক, ছুটির ফাঁদে (গল্প ও গান);
  • ১৯৭৮ টুসি,
  • ১৯৮২ অমৃতকুত্তের সন্ধানে
  • ১৯৮৪ সূর্যতৃষ্ণা (গল্প ও চিত্রনাট্য), রাজেশ্বরী,
  • ১৯৮৫ নিশান্তে:
  • ১৯৮৬ প্রেম ও পাপ:
  • ১৯৯৩ প্রজাপতি,
  • ২০০০ উত্তরা,
  • ২০০৩ নাটের গুরু:
  • ২০০৬ বিবর
  • ২০০৭ দশ দিন পরে।

আরও দেখুনঃ

Leave a Comment