সব্যসাচী চক্রবর্তী । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

সব্যসাচী চক্রবর্তীঃ জন্ম কলকাতায় হলেও স্কুল ও কলেজ শিক্ষা দিল্লিতে। বাবা বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জগদীশ ।। ১৯৭৫ সাল থেকে নাট্যাভিনয় শুরু করেন। প্রথমে পিতার নাট্যগোষ্ঠী চলন্তিকায় চক্রবর্তী। এবং পরে পিসেমশাই (জোছন দস্তিদার) পরিচালিত চার্বাক গোষ্ঠীতে যোগ দেন। সোনেক্স প্রযোজিত দূরদর্শন ধারাবাহিক ‘তেরো পার্বণ’এ অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন।

 

সব্যসাচী চক্রবর্তী । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

সব্যসাচী চক্রবর্তী । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

প্রথম চলচ্চিত্রে অভিনয় তপন সিংহ পরিচালিত অন্তর্ধান (১৯৯২) ছবিতে এক পুলিস অফিসারের ভূমিকায়। তপন সিংহ ছাড়াও কাজ করেছেন প্রভাত রায়, রাম মুখোপাধ্যায়, পিনাকী চৌধুরী, সন্দীপ রায়, মিলন ভৌমিক, রাজা সেন, সুব্রত সেন, অশোক বিশ্বনাথন সহ বহু পরিচালকের সাথে।

 

সব্যসাচী চক্রবর্তী । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র রাজা রায়চৌধুরী (কাকাবাবু হেরে গেলেন, (১৯৯৫); পটাই চোর (দামু, ১৯৯৭): অর্জুন (এক যে আছে কন্যা, ২০০১), ফেলুদা (সন্দীপ রায় পরিচালিত ফেলুদা চিত্রমালার ছবিগুলি) ইত্যাদি। বাংলা ছবির পাশাপাশি কয়েকটি হিন্দী ছবিতেও কাজ করেছেন। পিনাকী চক্রবর্তী পরিচালিত বালিগঞ্জ কোর্ট (২০০৭) ছবিতে অভিনয়ের পাশাপাশি নেপথা সংগীতও পরিবেশন করেন।

 

সব্যসাচী চক্রবর্তী । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

চলচ্চিত্রে অভিনয়, নাট্যাভিনয়ের সাথে চলচ্চিত্রে প্রোডাকসন অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ এবং দূরদর্শন ধারাবাহিক পরিচালনাও করেছেন। তাঁর স্ত্রী আলপনা এবং পুত্রদ্বয় ও অভিনয়ের সাথে যুক্ত। ওয়াইল্ড লাইফ চিত্রগ্রহণে তাঁর পারদর্শিতা উল্লেখের দাবি রাখে।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্র পঞ্জি —
  • ১৯৯২ অন্তর্ধান, শ্বেত পাথরের থালা
  • ১৯৯৩ তোমার রক্তে আমার সোহাগ
  • ১৯৯৪ সন্ধ্যাতারা, সিনেমায় যেমন হয়, রক্তনদীর ধারা:
  • ১৯৯৫ কাকাবাবু হেরে গেলেন:
  • ১৯৯৬ লাঠি, কর্ণ, রবিবার, বিয়ের ফুল:
  • ১৯৯৭ দামু, যোদ্ধা, আত্মীয় স্বজন, খেলা ঘর, সম্প্রদান, রাজদণ্ড:
  • ২০০০ বসতির মেয়ে রাধা, এক টুকরো চাঁদ, চক্রব্যূহ, দেবাঞ্জলি, রূপসী দোহাই তোমার, শেষ ঠিকানা, দিদি আমার মা, আমাদের জননী:
  • ২০০১ এক যে আছে কন্যা, অন্তর্ঘাত:
  • ২০০২ দেশ, ফেরারী ফৌজ, শিবা:
  • ২০০৩ রাখে হরি মারে কে, রক্তবন্ধন:
  • ২০০৪ স্বপ্নের সন্ধানে, আক্রোশ, মহুলবনীর সেরেঞ, সমুদ্রসাক্ষী, শতাব্দীর গল্প, ওয়ারিশ,
  • ২০০৫ দ্বিতীয় বসন্ত, বোম্বায়ের বোম্বেটে, মন্ত্র, সংগ্রাম, অবিশ্বাসী, নিশিযাপন,
  • ২০০৬ অগ্নিশপথ, বিবর, হারবার্ট, মানুষ ভূত
  • ২০০৭ বিধাতার লেখা, বালিগঞ্জ কোর্ট,
  • ২০০৮ টিনটরেটোর যীশু, জনতার আদালত, ভালবাসা ভালবাসা, লালকালো:
  • ২০০৯ ফ্রেন্ড, লক্ষভেদ, রঙীন গোধূলি, মল্লিকবাড়ী, পাখী, অনুভব, অংশুমানের ছবি, ফিরে পেতে চাই, ছয়ে ছুটি, সাথী
  • ২০১০ মাটি ও মানুষ, থানা থেকে আসছি, জিরো থ্রি থ্রি, বলো না তুমি আমার।

আরও দেখুনঃ

Leave a Comment