সন্তোষ দত্ত, জন্ম কলকাতায়। আইন পাস করার পর কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন। হাইকোর্টের কর্মীদের নিয়ে আনন্দম নাট্যসংস্থা তৈরি করেন। পরবর্তীকালে সবিতারত দত্ত প্রতিষ্ঠিত রূপকার গোষ্ঠীতে যোগ দেন। কৌতুক অভিনেতা হিসাবে খ্যাতি চলচ্চিত্তচঞ্চরী নাটকে অভিনয়ের মধ্য দিয়ে।
সন্তোষ দত্ত । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
প্রথম উল্লেখযোগ্য চলচ্চিত্রাভিনয় সত্যজিৎ রায় পরিচালিত পরশপাথর (১৯৫৮) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। সত্যজিৎ রায় ছাড়াও কাজ করেছেন অরবিন্দ মুখোপাধ্যায়, পীযূষ বসু, তরুণ মজুমদার, তপন সিংহ, সলিল দত্ত, বিজয় বসু, পূর্ণেন্দু পত্রী, পার্থপ্রতিম চৌধুরী সহ বহু পরিচালকের সাথে।
অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র শুন্ডি ও হান্নার রাজা (গুপী গাইন ও বাঘা বাইন, (১৯৬৯); লালমোহন গাঙ্গুলী (সোনার কেল্লা, ১৯৭৪: জয় বাবা ফেলুনাথ, ১৯৭১): হীরালাল ( জনঅরণ্য, ১৯৭৫): পিসেমশাই (চারমূর্তি, ১৯৭৮); গোপাল (গোপাল ভাঁড়, ১৯৮০); শুন্ডির রাজা ও গবেষক (হীরক রাজার দেশে, ১৯৮০); অবলাকান্ত (ওগো বধূ সুন্দরী, ১৯৮১) ইত্যাদি।
সত্যজিৎ পরিচালিত ছবিগুলিতে অভিনয়ের সুবাদে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৪৯ দিনের পর দিন।
- ১৯৫৩ পথ নির্দেশ:
- ১৯৫৮ পরশপাথর
- ১৯৫৯ হেডমাষ্টার:
- ১৯৬১ তিন কন্যা;
- ১৯৬২ শান্তি
- ১৯৬৫ কাপুরুষ ও মহাপুরুষ:
- ১৯৬৮ আপনজন;
- ১৯৬৯ গুপী গাইন ও বাঘা বাইন
- ১৯৭৩ মর্জিনা আবদাল্লা, স্ত্রীর পত্র, শ্রীমান পৃথ্বীরাজ।
- ১৯৭৪ যদুবংশ, সোনার কেল্লা:
- ১৯৭৬ জনঅরণ্য, হারমোনিয়ান:
- ১৯৭৭ অসাধারণ, শেষরক্ষা, সিস্টার, এক যে ছিল দেশ, এই পৃথিবীর পাশ্বনিবাস, শ্রীশ্রী মালক্ষ্মী।
- ১৯৭৮ চারমূর্তি,
- ১৯৭৯ জয় বাবা ফেলুনাথ, ব্রজবুলী, দেবদাস, ঘটকালি, গণদেবতা
- ১৯৮০ সন্ধি, গোপাল ভাঁড়, পাকা দেখা, হীরক রাজার দেশে, অভি
- ১৯৮১ ওগো বধু সুন্দরী, সুবর্ণলতা,
- ১৯৮২ মালঞ্চ, খেলার পুতুল, রসময়ীর রসিকতা
- ১৯৮৩ কাউকে বোলো না, দুটি পাতা, শৃঙ্খল।
- ১৯৮৪ জয় পরাজয়, অমরগীতি, রাজেশ্বরী:
- ১৯৮৪শিলালিপি, পূজারিণী, ললিতা
- ১৯৮৫ হুলুম্বুল, নিশান্তে, আমার পৃথিবী, হরিশ্চন্দ্র শৈবা
- ১৯৮৬ দুই অধ্যায়, উর্বশী, জীবন
- ১৯৮৭ সম্রাট ও সুন্দরী, আবীর
- ১৯৮৮ অগ্নিসংকেত
- ১৯৮৯ গিলি গিলি গে
- ১৯৯১ পলাতকা
আরও দেখুনঃ