সতী চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

সতী চলচ্চিত্র

 

সতী চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

সতী চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

  • প্রযোজনা – জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম (এন.এফ.ডি.সি.)।
  • কাহিনি ও পরিচালনা- অপর্ণা সেন।
  • চিত্রনাট্য — অপর্ণা সেন, অরুণ বন্দ্যোপাধ্যায়।
  • সংগীত পরিচালনা — চিদানন্দ দাশগুপ্ত।
  • চিত্রগ্রহণ—অশোক মেহতা।
  • শিল্প নির্দেশনা – কার্তিক বসু।
  • সম্পাদনা— শক্তিপদ রায়।
অভিনয়—

অরুণ বন্দ্যোপাধ্যায়, কালী বন্দ্যোপাধ্যায়, শাবানা আজমী, প্রদীপ মুখোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায়, কেতকী দত্ত, শকুন্তলা বড়ুয়া, মনু মুখোপাধ্যায়, রত্না ঘোষাল, অজিত বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর রাহা, বিমল দেব।

 

সতী চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

কাহিনি—

ঊনবিংশ শতাব্দীর শুরুতে বাংলাদেশের একটি মূক ও বধির কন্যা উমা (শাবানা) এই ছবির কেন্দ্রীয় চরিত্র। তখনও সতীদাহ প্রথা রদ করে আইন প্রণয়ন করা হয় নি। পিতৃ- মাতৃহীন কন্যা উমা তার কাকার (কালী) পরিবারে বড় হয়। তার জন্মপঞ্জিকা মতে বিবাহ হলে কন্যার বিধবা হওয়ার সম্ভাবনা থাকায় তার বিয়ে হয় নি, অথচ বিবাহযোগ্যা কুমারী কন্যা ঘরে থাকলে পরিবারকে একঘরে হতে হয়। সমাজপতিদের নির্দেশে গ্রামের একটি বট গাছের সাথে উমার বিয়ে দেওয়া হয়। ক্রমশ উমা ও বটগাছটির মধ্যে সখ্য জন্মায়, উমা গাছটিকে বন্ধু মনে করে।

 

সতী চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

ঘটনাচক্রে বাড়ির গৃহশিক্ষকের সাথে শারীরিক মিলনে উমা গর্ভবর্তী হয়ে পড়ে, বাড়ির লোকেরা লোক জানাজানির ভয়ে উমাকে ঘরে বন্ধ করে রাখে। একদিন ঝড়জলের রাতে উমা বাড়ি থেকে পালিয়ে গাছটির কাছে যায়। পরের দিন গ্রামের লোকেরা লক্ষ করে ঝড়ে বটগাছটি পড়ে গিয়েছে এবং উমা মৃত অবস্থায় তার তলায় চাপা পড়ে আছে। এই মৃত্যু উমা ও তার পরিবারকে লোকলজ্জার হাত থেকে নিষ্কৃতি দেয়।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ট্রিল চলচ্চিত্র উৎসবে ছবিটি ১৯৯০ সালে প্রদর্শিত হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment