Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

সতীন্দ্র ভট্টাচার্য

সতীন্দ্র ভট্টাচার্য

সতীন্দ্র ভট্টাচার্যর জন্ম উত্তরপাড়ায়। মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক এবং সিটি কলেজ থেকে স্নাতক হন। ছাত্রাবস্থাতেই ভারতীয় গণনাট্য সংঘের সাথে যুক্ত হন এবং নিয়মিত নাট্যাভিনয়ে অংশ নিতেন।

 

 

সতীন্দ্র ভট্টাচার্য

 

প্রথম চলচ্চিত্রাভিনয় নির্মল চৌধুরী পরিচালিত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন (১৯৪৯) ছবিতে। উল্লেখযোগ্য অভিনয় ঋত্বিক ঘটক পরিচালিত নাগরিক ছবিতে নায়ক রামুর ভূমিকায়। ছবিটি ১৯৫২ সালে তৈরি হলেও বিশেষ কারণে মুক্তি পায় নি। পরে ১৯৭৭ সালে ছবিটি মুক্তি পায়।

সমগ্র চলচ্চিত্র জীবনে চল্লিশটিরও বেশি ছবিতে কাজ করেছেন ঋত্বিক ঘটক ছাড়াও গুরু বাগচী, তরুণ মজুমদার, অগ্রদূত, পীযূষ বসু, সত্যজিৎ রায়, প্রভাত মুখোপাধ্যায়, অজিত গঙ্গোপাধ্যায় সহ বহু পরিচালকের সাথে।

 

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র ঋষি (কোমল গান্ধার, ১৯৬১), ইরফান (কুমারী মন, ১৯৬২) আলভা (দ্বীপের নাম টিয়ারং, ১৯৬৩) শোভনলাল (বাক্সবদল, ১৯৬৫) অভিরাম (সুবর্ণরেখা, ১৯৬৫) সত্য (মহাপুরুষ, ১৯৬৫): অরুণ (অন্তরাল, ১৯৬৫), সরিৎ (দোল গোবিন্দের কড়চা, ১৯৬৬) ইত্যাদি।

চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার মঞ্চেও অভিনয় করেছেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —

 

আরও দেখুনঃ

Exit mobile version