সতীন্দ্র ভট্টাচার্যর জন্ম উত্তরপাড়ায়। মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক এবং সিটি কলেজ থেকে স্নাতক হন। ছাত্রাবস্থাতেই ভারতীয় গণনাট্য সংঘের সাথে যুক্ত হন এবং নিয়মিত নাট্যাভিনয়ে অংশ নিতেন।
সতীন্দ্র ভট্টাচার্য
প্রথম চলচ্চিত্রাভিনয় নির্মল চৌধুরী পরিচালিত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন (১৯৪৯) ছবিতে। উল্লেখযোগ্য অভিনয় ঋত্বিক ঘটক পরিচালিত নাগরিক ছবিতে নায়ক রামুর ভূমিকায়। ছবিটি ১৯৫২ সালে তৈরি হলেও বিশেষ কারণে মুক্তি পায় নি। পরে ১৯৭৭ সালে ছবিটি মুক্তি পায়।
সমগ্র চলচ্চিত্র জীবনে চল্লিশটিরও বেশি ছবিতে কাজ করেছেন ঋত্বিক ঘটক ছাড়াও গুরু বাগচী, তরুণ মজুমদার, অগ্রদূত, পীযূষ বসু, সত্যজিৎ রায়, প্রভাত মুখোপাধ্যায়, অজিত গঙ্গোপাধ্যায় সহ বহু পরিচালকের সাথে।
অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র ঋষি (কোমল গান্ধার, ১৯৬১), ইরফান (কুমারী মন, ১৯৬২) আলভা (দ্বীপের নাম টিয়ারং, ১৯৬৩) শোভনলাল (বাক্সবদল, ১৯৬৫) অভিরাম (সুবর্ণরেখা, ১৯৬৫) সত্য (মহাপুরুষ, ১৯৬৫): অরুণ (অন্তরাল, ১৯৬৫), সরিৎ (দোল গোবিন্দের কড়চা, ১৯৬৬) ইত্যাদি।
চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার মঞ্চেও অভিনয় করেছেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৪৯ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
- ১৯৬০ কুমারী মন, মেঘে ঢাকা তারা;
- ১৯৬১ কোমল গান্ধার
- ১৯৬২ কুমারী মন
- ১৯৬৩ দ্বীপের নাম টিয়ারং,
- ১৯৬৪ তাহলে, অনুষ্টুপ ছন্দ, সুভা ও দেবতার গ্রাস।
- ১৯৬৫ বাক্সবদল, অন্তরাল, পতি সংশোধনী সমিতি, দেবতার দীপ, সুবর্ণরেখা, মুখুজ্যে পরিবার, আলোর পিপাসা, কাপুরুষ ও মহাপুরুষ;
- ১৯৬৬ দোল গোবিন্দের কড়চা
- ১৯৬৯ মায়া
- ১৯৭২ অৰ্চনা
- ১৯৭৩ অচেনা অতিথি:
- ১৯৭৪ শজারুর কাঁটা:
- ১৯৭৫ শর্মিলা:
- ১৯৭৬ বিশ্বমঙ্গল, স্বীকারোক্তি, দম্পতি
- ১৯৭৭ নানারঙের দিনগুলি, বেহুলা লখীন্দর, ফুলশয্যা, কবিতা, নাগরিক, যুক্তি তক্কো আর গপ্পো, হাতে রইল তিন;
- ১৯৭৮ স্ট্রাইকার, জয় মা তারা
- ১৯৭৯ দেবদাস,
- ১৯৮০ দক্ষযজ্ঞ, জয় মা মঙ্গলচণ্ডী:
- ১৯৮১ কলঙ্কিনী:
- ১৯৮২, রাজবধু, সতী সাবিত্রী সত্যবান
- ১৯৮৪ প্রার্থনা, পূজারিণী:
- ১৯৮৬ অনুরাধা, দুই অধ্যায়, আশীর্বাদ।
- ১৯৮৭ আপনঘরে, রাণীমা:
- ১৯৮৮ ওরা চারজন,
- ১৯৯১ মানব প্রেমিক নিমাই।
আরও দেখুনঃ