বাংলাদেশের নাট্যাঙ্গনের অগ্রদূত, মঞ্চ ও টেলিভিশনের প্রথিতযশা শিল্পী রামেন্দু মজুমদার-এর ৮৩তম জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।
১৯৪১ সালের এই দিনে জন্ম নেওয়া তিনি একাধারে সংবাদপাঠক, অভিনেতা, মঞ্চ নির্দেশক, প্রযোজক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে দীর্ঘ কয়েক দশক ধরে শিল্প ও সংস্কৃতির অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখে চলেছেন।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্রজন্মের সংবাদপাঠক হিসেবে তিনি দর্শকের কাছে বিশ্বস্ত কণ্ঠ হয়ে ওঠেন। তবে তাঁর আসল মঞ্চ ছিল থিয়েটার—যেখানে তিনি রাজা, গ্যালিলিও, ইবলিস, কাকের সংসার, আরেকটি মৃত্যুর আগে সহ অসংখ্য নাটকে অনবদ্য অভিনয় ও দক্ষ নির্দেশনার মাধ্যমে শিল্পপ্রেমীদের মুগ্ধ করেছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি উজ্জ্বল; International Theatre Institute (ITI)-এর প্রেসিডেন্ট হিসেবে তিনি বাংলাদেশের নাট্যচর্চাকে বিশ্বমঞ্চে মর্যাদার আসনে পৌঁছে দিয়েছেন। তাঁর অভিনয়ে দেখা যায় নিখুঁত সংলাপ উচ্চারণ, শক্তিশালী মঞ্চনিয়ন্ত্রণ এবং চরিত্রের গভীরে প্রবেশের অসাধারণ ক্ষমতা।
আজকের এই বিশেষ দিনে আমরা তাঁর অনবদ্য সৃজনযাত্রাকে সালাম জানাই এবং কামনা করি—তিনি দীর্ঘজীবী হোন, সুস্থ থাকুন, এবং ভবিষ্যত প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকুন।
শুভ জন্মদিন, রামেন্দু মজুমদার!
#রামেন্দুমজুমদার #শুভজন্মদিন #বাংলাদেশীনাট্যজগত #মঞ্চনাটক #থিয়েটার #সংবাদপাঠক #বাংলাদেশসংস্কৃতি #নাট্যঅভিনয় #CulturalIcon #BangladeshTheatre #Actor #Director #Producer #HappyBirthday #StageActor #DramaDirector #TheatreLegend