Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

শাবনাজ সাদিয়া ইমি । মডেল ও অভিনেত্রী

শাবনাজ সাদিয়া ইমি

শাবনাজ সাদিয়া ইমি। ডাকনাম ‘ইমি’ হিসেবেই বেশি পরিচিত। শাবনাজ সাদিয়া ইমি বাংলাদেশি র‌্যাম্প মডেল এবং অভিনেত্রী। মডেলিং-এর পাশাপাশি উপস্থাপনা করেও প্রশংসিত হন তিনি। এছাড়া গত বছর দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ‘এশিয়া মডেল অ্যাওয়ার্ড’ অর্জন করেন ইমি।

শাবনাজ সাদিয়া ইমি

জন্ম

ইমি ২৬ ডিসেম্বর ঢাকার কানপুরে জন্ম নেন। ইমির বাবা এ কে এম জসীমউদ্দিন । তিনিও এক সময় মঞ্চ নাটকে অভিনয় করতেন।বাবার এই সংস্কৃতি প্রেমই পরবর্তীতে মেয়ে ইমিকে বই পড়া, অভিনয়ে উৎসাহিত করে। ২০০১ সালে বিবি রাসেলের অনুপ্রেরণায় ‘ডি এইচ এল ফ্যাশন’ শোয়ের মাধ্যমে র‍্যাম্প মডেলিংয়ে তার অভিষেক ঘটে। তিনি গত একযুগ ধরে ফ্যাশন প্যারেডে ক্যাটওয়াক করছেন।

মডেলিংয়ে যাত্রা

২০০২ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে মডেলিংয়ে যাত্রা শুরু হয় ইমির। তারপর থেকেই ফ্যাশন মডেলিংয়ের নিয়মিত কাজ করে যাচ্ছেন। সুপার মডেল হিসেবে জনপ্রিয় হলেও তিনি টেলিভিশন বিজ্ঞাপনচিত্র, বিলবোর্ড এবং বিনোদন পত্রিকার মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া কিছুসংখ্যক টেলিভিশন নাটকে অভিনয় এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনায় অংশ নিয়েছেন তিনি। ২০১১ সালে ইমি বেস্ট মডেল অব ডিএফডব্লিউ পুরস্কার পান। উপস্থাপক হিসেবেও বেশ জনপ্রিয়। বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি।

অভিনয়

মডেলিংয়ের পাশাপাশি টিভি অনুষ্ঠানে উপস্থাপনা করে বেশ প্রশংসিত শাবনাজ সাদিয়া ইমি। এছাড়া নাটক ও সিনেমায়ও অভিনয় করছেন তিনি।শবনম ফেরদৌসি নির্মিত একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।এবারই প্রথম বড়পর্দায় কাজ করতে যাচ্ছেন এই মডেল তারকা। এখানে তার বিপরীতে অভিনয় করবেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।নির্মাতা সূত্রে জানা গেছে , ‘আজব কারখানা’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বিয়ে

মডেল শাবনাজ সাদিয়া ইমি বিয়ে করেছেন আরেক মডেল আজমিকে। পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।ইমি-আজমির বিয়ে অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বেইলি রোডের এক রেস্তোরাঁয়। অনুষ্ঠানে ইমির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, পরিবার ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

 

র‌্যাম্প মডেলিংয়ে পরিচিতি পান শাবনাজ সাদিয়া ইমি। শুধু দেশে নয়, দেশের বাইরেও অসংখ্য র‌্যাম্প শোতে অংশগ্রহণ করে সুনাম অর্জন করেন তিনি। তবে উচ্ছৃঙ্খল চলাফেরার জন্য ইমি একাধিকবার বিতর্কে জড়িয়েছেন।

 

আরও দেখুনঃ

Exit mobile version