শান্তি গুপ্তা: বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা। তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়।
শান্তি গুপ্তা । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী
জন্ম কলকাতায়। অল্প বয়সেই চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে কাজ শুরু করেন। প্রথম চলচ্চিত্রাভিনয় ম্যাডান থিয়েটার্স প্রযোজিত কৃষ্ণকান্তের উইল (নির্বাক, ১৯২৭) ছবিতে। ছবিটি পরিচালনা করেন প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়।
কাজ করেছেন মধু বসু, দেবকী বসু, সতু সেন, হরি ভঞ্জ, ফণী বর্মা, চারু রায়, নরেশ মিত্র, সত্যজিৎ রায় প্রভৃতি পরিচালকের সাথে। প্রায় তিরিশটি ছবির অভিনেত্রী শাস্তি গুপ্তা অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র লবঙ্গ (গিরিবালা, নির্বাক, ১৯৩০), মমতা (চোরকাঁটা, নির্বাক, ১৯৩১) সাবিত্রী (সাবিত্রী, ১৯৩৩)।
দেবদাসী (দেবদাসী, ১৯৩৫):- সূর্যমুখী (বিষবৃক্ষ, ১৯৩৬), শান্তি (ধূমকেতু, ১৯৩৭ ) ভারতী (বন্দী, ১৯৪২) লাবণ্য (ছদ্মবেশী, ১৯৪৪); লাহিড়ী বাড়ির কর্ত্রী (অপরাজিত, ১৯৫৬) ইত্যাদি। ধূমকেতু (১৯৩৭ ) এবং ছিন্নহার (১৯০৭) ছবিতে অভিনয়ের সাথে সাথে নেপথ্য সংগীতও পরিবেশন করেন।
চলচ্চিত্রপঞ্জি (নির্বাক) –
- ১৯২৭ কৃষ্ণকান্তের উইল
- ১৯২৯ কপালকুণ্ডলা:
- ১৯৩০ গিরিবালা, কাল পরিণয়:
- ১৯৩১ চোরকাটা, কেরানীর মাসকাবার, অপরাধী।
চলচ্চিত্রপঞ্জি (সবাক)—
- ১৯৩২ কৃষ্ণকান্তের উইল,
- ১৯৩৩ সাবিত্রী,
- ১৯৩৫ দেবদাসী, মন্ত্রশক্তি, হরিশ্চন্দ্র
- ১৯৩৬ কৃষ্ণ সুদামা, পণ্ডিতমশাই, বিষবৃক্ষ, কাল পরিণয়:
- ১৯৩৭: ইম্পটার (ধূমকেতু), ছিন্নহার, প্রভাস মিলন:
- ১৯৪১ অবতার,
- ১৯৪২ বন্দী, অপরাধ
- ১৯৪৩ স্বামীর ঘর, সহধর্মিণী,
- ১৯৪৪ ছদ্মবেশী, মাটির ঘর,
- ১৯৪৮: নন্দরাণীর সংসার:
- ১৯৪৯ সতেরো বছর পরে
- ১৯৫০ একই গ্রামের ছেলে, অপবাদ, সমর:
- ১৯৫১ পণ্ডিতমশাই
- ১৯৫২ প্রহ্লাদ:
- ১৯৫৩ মাকড়সার জাল:
- ১৯৫৪ মন্ত্রশক্তি, জাগৃহি,
- ১৯৫৬ কীর্তিগড়, অপরাজিত,
- ১৯৫৮ ধূমকেতু
- ১৯৬০ শুন বরনারী।
আরও দেখুনঃ