Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

শমী কায়সার । বাংলাদেশী অভিনেত্রী এবং প্রযোজক

শমী কায়সার

শমী কায়সার একজন বাংলাদেশী অভিনেত্রী এবং প্রযোজক। তিনি নব্বই এর দশকের একজন নামকরা অভিনেত্রী ছিলেন।

 

জন্ম, শৈশব এবং পরিবার

শমী কায়সার ১৫ জানুয়ারি ১৯৭০ জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও মাতা পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। শমীর একজন ছোট ভাই আছেন, অমিতাভ কায়সার। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। ফলে, শমী এবং রাজনীতিবিদ মাহি বি. চৌধুরী খালাতো ভাই-বোন।

কর্মজীবন

১৯৮৯ সালে পরিচালক আতিকুল হক চৌধুরী এমন একজন মেয়ে খুঁজছিলেন, যে কিনা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে, তার নাটক কেবা আপন কেবা পর এ অভিনয়ের জন্যে। এর ফলে শমী প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপর তিনি ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এবং আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় তিন পর্বের ধারাবাহিক নাটক যত দূরে যাই এ অভিনয় করে পরিচিত লাভ করেন। তারপর তিনি বহু নাটকে যেমন, নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, স্পর্ষ, একজন, অরণ্য, আকাশে অনেক রাত, মুক্তি, অন্তরে নিরন্তরে, স্বপ্ন, ঠিকানা সহ বিভিন্ন নাটকে অভিনয় করেন।

শমী কায়সার ঢাকা থিয়েটারে ১২ বছর ধরে কাজ করেন। তিনি শহীদুজ্জামান সেলিমের সাথে হাত হোদাই নাটকে অভিনয় করেন। লালন (২০০৪),হাছন রাজা র মত সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জীবনী নিয়ে নির্মিত দ্য নেম অব এ রিভার (২০০২) সিনেমায় তিনি অভিনয় করেন।এছাড়া শমী একজন প্রযোজক। তিনি ১৯৯৭ সালে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিড়ি প্রোডাকশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের প্রযোজনায় মুক্তি এবং অন্তরে নিরন্তরে নাটক নির্মিত হয়। ২০১৩ সালে নভেম্বরে তার প্রতিষ্ঠান, ধানসিড়ি কমিউনিকেশন লিমিটেড, রেডিও অ্যাক্টিভ নামে একটি বেতার কেন্দ্রের জন্য লাইসেন্স পায়।

একসময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সার ২০০৫ সালের শেষের দিকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সর্বশেষ নাটকের কাজ করেন। আলী বশীরের প্রযোজনায় এবং মান্নান হীরার পরিচালনায় নাটকটির নাম ‘নোনা জলের কাব্য’। প্রায় সাত বছর বিরতির পর ‘প্যারালাল ইমেজ’ টেলিছবিতে অভিনয়ের মাধ্যমে আবার ফিরে আসেন। ভালো চিত্রনাট্যের অভাব এবং নিজস্ব প্রোডাকশন হাউজ ধানসিঁড়ি নিয়ে ব্যস্ততাই তাকে অভিনয় থেকে দূরে সরিয়ে রেখেছিল।

ব্যক্তিগত জীবন

শমী কায়সারের প্রথম বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে। ভারতীয় নির্মাতা রিঙ্গোকে ভালোবেসে বিয়ে করেছিলেন তখনকার জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। তবে মাত্র দুই বছর আয়ু ছিল এই দাম্পত্য জীবনের। এই বিয়েকে জীবনের বড় ভুল হিসেবে স্বীকার করে শমী বাংলাদেশ প্রতিদিনের সাথে এক সাক্ষাতকারে বলেন, ”আমি ভুল থেকে বের হয়ে আসতে পেরেছি ডিভোর্সের মাধ্যমে’। ২০০৮ সালের ৬ অক্টোবর তারিখে শমী কায়সার বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাত এ রহমানকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি। ২০২০ সালের ৯ অক্টোবর তিনি বিয়ে করেন ব্যবসায়ী রেজা আমিন সুমনকে। সুমন র‌্যাংগস গ্রুপের প্রাক্তন কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে গ্রুপ ফোর দুবাইএর দায়িত্বে রয়েছেন।

আরও দেখুনঃ

Exit mobile version