Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

লাঠি চলচ্চিত্র (১৯৯৬)

লাঠি চলচ্চিত্র

লাঠি চলচ্চিত্র হল ১৯৯৬ এর একটি বাংলা পারিবারিক চলচ্চিত্র যার লেখক, চিত্রনাট্যকার এবং পরিচালক প্রভাত রায় ছিলেন। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর বানার্জি, সৌমিত্র চ্যাটার্জী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবশ্রী রায়, শতাব্দী রায়, অভিষেক চ্যাটার্জী, পল্লবী চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, কৌশিক সেন এবং অন্যান্য শিল্পীবৃন্দ। ছবিটির সংগীত করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিটির গানগুলি মুক্তি পাওয়ার পরে খুব জনপ্রিয় হয়েছিল। ছবিটি ১৯৯৬ সালে এ মুক্তি পেয়েছিল এবং সুপারহিট হয়েছিল।

 

 

লাঠি চলচ্চিত্র

নেপথ্য কন্ঠ—

কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি, বাপী লাহিড়ী, বাবুল সুপ্রিয়, সাধনা সরগম, ইন্দ্রাণী সেন, অভিজিৎ।

অভিনয়

ভিক্টর বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী রায়, প্রসেনজিৎ, অভিষেক চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, হারাধন বন্দ্যোপাধ্যায়, মনোজ মিত্র, নির্মলকুমার, দুলাল লাহিড়ী, কৌশিক বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, পানী চট্টোপাধ্যায়।

 

 

কাহিনি—

শিক্ষক অতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় (ভিক্টর) চাকরি জীবন থেকে অবসর গ্রহণের দিনে এক ছাত্রীর কাছ থেকে একটি লাঠি উপহার পান। চাকরি জীবনে অতীন্দ্রমোহন সৎ ভাবে জীবন যাপনের পাশাপাশি সমাজের ভালো করার চেষ্টা করতেন, অবসর গ্রহণের পরেও তিনি সমাজের মঙ্গলের চেষ্টা করে যান, লাঠিটি তার কাছে মনের জোরের প্রতীক।

তাঁর পরিবারের সকলেই তার সঞ্চিত অর্থ আত্মসাৎ করার চেষ্টা করত, একমাত্র ব্যতিক্রম কনিষ্ঠ কন্যা লিপি (শতাব্দী) এবং তার স্বামী (প্রসেনজিৎ)। সমাজের ভালো করতে গিয়ে তিনি এলাকার রাজনৈতিক, নেতা নারায়ণের (দুলাল) বিরাগভাজন হন। নারায়ণ তার অনুগামীদের সাহায্যে অতীন্দ্রমোহনকে হেনস্থা করার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত অনুগামীদের হাতেই তার মৃত্যু হয়।

নারায়ণের অনুগামীরা অতীন্দ্রমোহানের প্রেরণায় পুলিসের কাছে আত্মসমর্পণ করে। পরিবারের লোকেরাও নিজেদের ভুল বুঝতে পারে।অতীন্দ্রমোহন সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আত্মনিয়োগ করেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ছবিটি সেই বছরের সেরা পারিবারিক কাহিনির জন্য রাষ্ট্রপতির সম্মান লাভ করে। রাষ্ট্রপতির পুরস্কারের পাশাপাশি ছবিটি। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল।

আরও দেখুনঃ

Exit mobile version