Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

রেণুকা রায়

রেণুকা রায়

রেণুকা রায় এর জন্ম কলকাতায়। প্রথাগত শিক্ষা স্বল্প হলেও অল্প বয়স থেকে মঞ্চাভিনয়ের সাথে গান ও নাচের তালিম নিয়েছিলেন। প্রথম চলচ্চিত্রাভিনয় প্রফুল্ল ঘোষ পরিচালিত দেবদাসী (১৯৩৫) ছবিতে। সমগ্র চলচ্চিত্রজীবনে একশো পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।

 

 

রেণুকা রায়

 

প্রফুল্ল ঘোষ ছাড়াও যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রফুল্ল রায়, মধু বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায়, দেবকী বসু, অগ্রদূত, নীরেন লাহিড়ী, চিত্ত বসু, অসিত সেন, সত্যজিৎ রায়, তপন সিংহ প্রভৃতি। অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র গিরিবালা (খাসদখল, ১৯৩৫); লতিকা (ঠিকাদার, ১৯৪০), খুল্লনা (কমলে কামিনী, ১৯৪০); জয়া (শহর থেকে দূরে, ১৯৪৩): রাণী (মানে না মানা, ১৯৪৫), আশা (নারীর রূপ, ১৯৪৮); শিবিদি (নির্জন সৈকতে, ১৯৬২) ইত্যাদি।

 

 

অভিনয়ের পাশাপাশি জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত নরনারায়ণ (১৯৩৯) এবং নরেশ মিত্র পরিচালিত পথের সাথী (১৯৪৬) ছবিদুটিতে নেপথ্যা সংগীত পরিবেশন করেন। চিত্রাভিনয়ের সাথে সাথে পেশাদার মঞ্চে, বেতার নাট্যেও অংশ নিয়েছেন। তাঁর গাওয়া গানের রেকর্ডও প্রকাশিত হয়েছে।

তপন সিংহ পরিচালিত নির্জন সৈকতে ছবিতে অভিনয়ের জন্য ছায়া দেবী, ভারতী দেবী, রুমা গুহঠাকুরতার সাথে যৌথ ভাবে বছরের সেরা চলচ্চিত্র অভিনেত্রীর জাতীয় সম্মান লাভ করেন। বাংলা ছাড়াও হিন্দী ছবিতেও অভিনয় করেছেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি—

 

আরও দেখুনঃ

Exit mobile version