রূপা গঙ্গোপাধ্যায়

রূপা গঙ্গোপাধ্যায়র জন্ম কলকাতায়। আসল নাম দীপান্বিতা গঙ্গোপাধ্যায়। পাঠভবন থেকে স্কুলশিক্ষা শেষ করে কলেজে ভর্তি হন। ১৯৮৬ সালে স্নাতক হন। প্রথাগত শিক্ষার পাশাপাশি নাচ ও গানের তালিম নিয়েছিলেন। প্রথম চলচ্চিত্রাভিনয় প্রভাত রায় পরিচালিত প্রতীক (১৯৮৮) ছবিতে।

 

রূপা গঙ্গোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

রূপা গঙ্গোপাধ্যায়

 

রূপা গঙ্গোপাধ্যায় চল্লিশটিরও বেশি চলচ্চিত্রের অভিনেত্রী রূপা গৌতম ঘোষ, অপর্ণা সেন, মৃণাল সেন, শেখর দাস, অঞ্জন দত্ত, অঞ্জন দাস, প্রভাত রায়, অঞ্জন চৌধুরী, ঋতুপর্ণ ঘোষ সহ বহু পরিচালকের সাথে কাজ করেছেন। অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র কপিলা (পদ্মা নদীর মাঝি, ১৯৯৩)- অনসূয়া (যুগান্ত, ১৯৯৭), রমা (বস্তির মেয়ে রাধা, ২০০০): রেবা (দেখা, ২০০১); শিমুল, (আবার অরণ্যে, ২০০৩), দময়ন্তী (মহুলবনীর সেরেঞ, ২০০৪) সুবর্ণা (ক্রান্তিকাল, ২০০৫) মহামায়া (অন্তরমহল, ২০০৫) ইত্যাদি । বাংলা ছাড়াও হিন্দী ছবিতেও অভিনয় করেছেন।

 

রূপা গঙ্গোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

চলচ্চিত্রাভিনয় ছাড়াও মঞ্চে, বাংলা ও হিন্দী ধারাবাহিকে অভিনয় করেছেন। হিন্দী ধারাবাহিক মহাভারতে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করে সর্বভারতীয় পরিচিতি লাভ করেন। অভিম নীলের সাথে যুগ্ম ভাবে প্রযোজনা করেন এক মুঠো ছবি (২০০৭)। মূলত অভিনেত্রী হিসাবে পরিচিত হলেও অবশেষে (২০১২) ছবিতে নেপথ্য সংগীত পরিবেশনের বছরের শ্রেষ্ঠ মহিলা সংগীত শিল্পীর জাতীয় পুরস্কার লাভ করেন।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি—
  • ১৯৮৮ প্রতীক,
  • ১৯৮৯ অগ্নিত্বষ্ণা, আমানত, তুফান
  • ১৯৯০ মানসী, অগ্নিকন্যা, গরমিল;
  • ১৯৯২ সাধারণ মেয়ে, ধর্মযুদ্ধ, পিতৃঋণ, সুরের ভূবনে:
  • ১৯৯৩ পদ্মা নদীর মাঝি, পৃথিবীর শেষ স্টেশন:
  • ১৯৯৪ রাজার রাজা:
  • ১৯৯৫ উজান:
  • ১৯৯৭ যুগান্ত:
  • ২০০০ বসতির মেয়ে রাধা, রূপসী দোহাই তোমার;
  • ২০০১ – অনাম্নী অঙ্গনা, শেষ বিচার, দেখা:
  • ২০০২ বাঙালীবাবু,
  • ২০০৩ আবার অরণ্যে
  • ২০০৪ মহুলবনীর সেরেঞ
  • ২০০৫ ক্রান্তিকাল, অন্তরমহল, নাগরদোলা, শূন্য এ বুকে:
  • ২০০৭ এক মুঠো ছবি, চির সখা হে, রাতভোর, বিধাতার খেলা, যারা বৃষ্টিতে ভিজেছিল:
  • ২০০৯ কালের রাখাল, চৌরাস্তা
  • ২০১০ রহমত আলী।

 

আরও দেখুনঃ

Leave a Comment