রুমা গুহঠাকুরতার জন্ম কলকাতায়। আসল নাম কমলিকা হলেও রবীন্দ্রনাথের দেওয়া রুমা নামেই পরিচিতি লাভ করেন। লরেটো, গোখেল প্রভৃতি স্কুলে প্রথাগত শিক্ষার পাশাপাশি সংগীত ও নৃত্যেও পারদর্শিতা অর্জন করেন। প্রথম চলচ্চিত্রাভিনয় বোম্বে টকীজ প্রযোজিত এবং অমিয় চক্রবর্তী পরিচালিত হিন্দী জোয়ার ভাটায় (১৯৪৪) ছবিতে নর্তকীর ভূমিকায়।
রুমা গুহঠাকুরতা
বাংলা ছবিতে প্রথম অভিনয় নীতিন বসু পরিচালিত সমর (১৯৫০)। সমগ্র চলচ্চিত্র জীবনে পঞ্চাশটিরও বেশি বাংলা ছবিতে কাজ করেছেন নীতিন বসু ছাড়াও তপন সিংহ, সত্যজিৎ রায়, রাজেন তরফদার, যাত্রিক, বিজয় বসু, অজিত গঙ্গোপাধ্যায়, তরুণ মজুমদার প্রভৃতি পরিচালকের সাথে।
অভিনীত উল্লেখযোগ্য চরিত্র সরলা (সমর, ১৯৫০): রুবানী সেন (পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট। ১৯৫৯); মিতা (ক্ষণিকের অতিথি, ১৯৫৯); হিমি (গঙ্গা, ১৯৬০), নীলিমা (অভিযান, ১৯৬২): সোনা (বেনারসী, ১৯৬২); ছোট বৌদি (নির্জন সৈকতে, ১৯৬৩); ময়না (পলাতক, ১৯৬৩): মলিনা (বাঘিনী, ১৯৬৮); সদানন্দর স্ত্রী (৮০ তে আসিও না, ১৯৬৭) মায়া (গণশত্রু, ১৯৯০) ইত্যাদি।
১৯৫১ সালে স্বনামধন্য গায়ক কিশোরকুমারের সাথে তাঁর বিয়ে হয়, পুত্র অমিতকুমার নেপথ্য সংগীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত। কলকাতা এবং বোম্বে ইয়ুথ কয়ারের অন্যতম প্রতিষ্ঠাতা রুমা অভিনয়ের পাশাপাশি সংগীত অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিয়েছেন।
গান ও অভিনয়ের সুবাদে দেশে ও বিদেশে পুরস্কৃত হয়েছেন। ১৯৬৩ সালে নির্জন সৈকতে ছবিতে অভিনয়ের জন্য যৌথ ভাবে সেরা অভিনেত্রীর জাতীয় সম্মান লাভ করেন।চলচ্চিত্রাভিনয়ের সাথে সাথে আঠেরোটি ছবিতে নেপথা সংগীত শিল্পী হিসাবে কাজ করেছেন।
চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৫০ সমর
- ১৯৫৯ স্বপনপুরী, পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট, ক্ষণিকের অতিথি:
- ১৯৬০ গঙ্গা,
- ১৯৬১ নেকলেস,
- ১৯৬২ বেনারসী, অভিযান:
- ১৯৬৩ নির্জন সৈকতে, পলাতক,
- ১৯৬৪ কিনু গোয়ালার গলি, সিঁদুরে মেঘ, প্রভাতের রঙ, সুভা ও দেবতার গ্রাস;
- ১৯৬৬ জোড়াদীঘির চৌধুরী পরিবার;
- ১৯৬৭ ৮০ তে আসিও না, এন্টনী ফিরিঙ্গী:
- ১৯৬৮ পঞ্চশর, হংসমিথুন, বাঘিনী, গড় নাসিমপুর,
- ১৯৬৯ প্রতিদান, আরোগ্য নিকেতন, তীরভূমি:
- ১৯৭৩ নিশিকন্যা:
- ১৯৭৪ যদি জানতেম, সাধু যুধিষ্ঠিরের কড়চা
- ১৯৭৯ পরিচয়, দৌড়,
- ১৯৮০ রাজা সাহেব, দাদার কীর্তি:
- ১৯৮১ খনাবরাহ, মা বিপদতারিণী চণ্ডী, স্বামী স্ত্রী,
- ১৯৮২ ত্রয়ী, অমৃতকুম্ভের সন্ধানে,
- ১৯৮৩ মুক্তির দিন
- ১৯৮৪ সূর্যতৃষ্ণা, সমর্পিতা:
- ১৯৮৫ দিদি, নীলকণ্ঠ, ভালবাসা ভালবাসা,
- ১৯৮৬ অনুরাগের ছোঁয়া, মধুময়, প্রেমবন্ধন;
- ১৯৮৭ গায়ক, অমরসঙ্গী:
- ১৯৮৮ তুমি কত সুন্দর, পুনর্মিলন, আগুন:
- ১৯৮৯ আশা ও ভালোবাসা, মণিমালা, আক্রোশ, অঙ্গার;
- ১৯৯০ অনুরাগ, গণশত্রু, এখানে আমার স্বর্গ, পাপী, গরমিল, চক্রান্ত;
- ১৯৯১ বিধিলিপি।
- ১৯৯২ ইন্দ্রজিৎ,
- ১৯৯৪ সিনেমায় যেমন: হয়, হুইল চেয়ার,
- ১৯৯৫ সংঘর্ষ:
- ১৯৯৬ হিমঘর।
আরও দেখুনঃ