Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

রুমা গুহঠাকুরতা

রুমা গুহঠাকুরতা

রুমা গুহঠাকুরতার জন্ম কলকাতায়। আসল নাম কমলিকা হলেও রবীন্দ্রনাথের দেওয়া রুমা নামেই পরিচিতি লাভ করেন। লরেটো, গোখেল প্রভৃতি স্কুলে প্রথাগত শিক্ষার পাশাপাশি সংগীত ও নৃত্যেও পারদর্শিতা অর্জন করেন। প্রথম চলচ্চিত্রাভিনয় বোম্বে টকীজ প্রযোজিত এবং অমিয় চক্রবর্তী পরিচালিত হিন্দী জোয়ার ভাটায় (১৯৪৪) ছবিতে নর্তকীর ভূমিকায়।

 

 

রুমা গুহঠাকুরতা

 

বাংলা ছবিতে প্রথম অভিনয় নীতিন বসু পরিচালিত সমর (১৯৫০)। সমগ্র চলচ্চিত্র জীবনে পঞ্চাশটিরও বেশি বাংলা ছবিতে কাজ করেছেন নীতিন বসু ছাড়াও তপন সিংহ, সত্যজিৎ রায়, রাজেন তরফদার, যাত্রিক, বিজয় বসু, অজিত গঙ্গোপাধ্যায়, তরুণ মজুমদার প্রভৃতি পরিচালকের সাথে।

অভিনীত উল্লেখযোগ্য চরিত্র সরলা (সমর, ১৯৫০): রুবানী সেন (পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট। ১৯৫৯); মিতা (ক্ষণিকের অতিথি, ১৯৫৯); হিমি (গঙ্গা, ১৯৬০), নীলিমা (অভিযান, ১৯৬২): সোনা (বেনারসী, ১৯৬২); ছোট বৌদি (নির্জন সৈকতে, ১৯৬৩); ময়না (পলাতক, ১৯৬৩): মলিনা (বাঘিনী, ১৯৬৮); সদানন্দর স্ত্রী (৮০ তে আসিও না, ১৯৬৭) মায়া (গণশত্রু, ১৯৯০) ইত্যাদি।

 

 

১৯৫১ সালে স্বনামধন্য গায়ক কিশোরকুমারের সাথে তাঁর বিয়ে হয়, পুত্র অমিতকুমার নেপথ্য সংগীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত। কলকাতা এবং বোম্বে ইয়ুথ কয়ারের অন্যতম প্রতিষ্ঠাতা রুমা অভিনয়ের পাশাপাশি সংগীত অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিয়েছেন।

গান ও অভিনয়ের সুবাদে দেশে ও বিদেশে পুরস্কৃত হয়েছেন। ১৯৬৩ সালে নির্জন সৈকতে ছবিতে অভিনয়ের জন্য যৌথ ভাবে সেরা অভিনেত্রীর জাতীয় সম্মান লাভ করেন।চলচ্চিত্রাভিনয়ের সাথে সাথে আঠেরোটি ছবিতে নেপথা সংগীত শিল্পী হিসাবে কাজ করেছেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি—

 

আরও দেখুনঃ

Exit mobile version