রবীন দাস

রবীন দাস,জন্ম কলকাতায়।প্রথাগত শিক্ষা ম্যাট্রিকুলেশন পর্যন্ত। শব্দযন্ত্রী মধু শীলের সাথে পরিচয়ের সুবাদে চলচ্চিত্র শিল্পে যোগ দেন কে তুলসান প্রতিষ্ঠিত নিউ টকীজ প্রযোজনা সংস্থায়। সম্পাদক রাজেন চৌধুরীর সহকারী হিসাবে কাজ শুরু করেন।

 

রবীন দাস । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

রবীন দাস

 

হিমাদ্রি চৌধুরী পরিচালিত দুঃখে যাদের জীবন গড়া (১৯৪৬) ছবিতে রাজেন চৌধুরীর সাথে যুগ্ম ভাবে সম্পাদনার কাজ করেছিলেন। স্বাধীন সম্পাদক হিসাবে প্রথম ছবি বিনয় বন্দ্যোপাধ্যায় পরিচালিত শান্তি (১৯৪৬)। প্রায় পঞ্চাশ বছরের চলচ্চিত্র জীবনে নব্বইটি ছবিতে সম্পাদক হিসাবে কাজ করেছেন।

 

রবীন দাস । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন দেবকী বসু, চিত্ত বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায়, সুকুমার দাশগুপ্ত, অর্ধেন্দু মুখোপাধ্যায়, অরবিন্দ মুখোপাধ্যায়, অজিত গঙ্গোপাধ্যায়, বিজয় বসু, সলিল সেন প্রভৃতি।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৪৬ দুঃখে যাদের জীবন গড়া, শাস্তি, নতুন বৌ, বন্দেমাতরম, প্রতিমা,
  • ১৯৪৭ চোরাবালি, অলকানন্দা
  • ১৯৪৮ উমার প্রেম, শ্যামলের স্বপ্ন,
  • ১৯৪৯ কবি, বহুব্রীহি, দাসীপুত্র, অনুরাধা, কার্টুন, তিলোত্তমা, প্রতিরোধ,
  • ১৯৫০ মানদণ্ড, আবর্ত, রক্তের টান, অপবাদ, মর্যাদা,
  • ১৯৫১ ভক্ত রঘুনাথ, রত্নদীপ, নিয়তি, কালসাপ, অনুরাগ, প্রতিধ্বনি, পণ্ডিতমশাই,
  • ১৯৫২ বাগনান, কৃষ্ণকান্তের উইল, রাণী ভবানী, নতুন পাঠশালা, বিন্দুর ছেলে, অনিবার্য, মহিষাসুর বধ:
  • ১৯৫৩ বৈমানিক, রামী চণ্ডীদাস, শ্রীশ্রী সত্যনারায়ণ, বউঠাকুরাণীর হাট,
  • ১৯৫৪ না, ঢুলী, অন্নপূর্ণার মন্দির, বলয়গ্রাস
  • ১৯৫৫ রাণী রাসমণি, কথা কও, প্রশ্ন, ছবি, কালিন্দী,
  • ১৯৫৬ সাবধান, অসমাপ্ত, মামলার ফল:
  • ১৯৫৭ খেলা ভাঙার খেলা, অভয়ের বিয়ে, গড়ের মাঠ,
  • ১৯৫৮ মেঘমল্লার, মা শীতলা, শ্রীশ্রীমা, কংস
  • ১৯৫৯ আম্রপালী;
  • ১৯৬০ মায়ামৃগ,
  • ১৯৬১ মা
  • ১৯৬২ বন্ধন, রক্তপলাশ,
  • ১৯৬৩ শ্রেয়সী,
  • ১৯৬৪ : কষ্টিপাথর, অশান্ত ঘূর্ণী, কে তুমি,
  • ১৯৬৫ ভারতের সাধক, মুখুজ্যে পরিবার:
  • ১৯৬৬ উত্তর পুরুষ;
  • ১৯৬৭ মহাশ্বেতা,
  • ১৯৬৮ বাঘিনী,
  • ১৯৬৯ মন নিয়ে
  • ১৯৭০ দেশবন্ধু চিত্তরঞ্জন
  • ১৯৭১ নবরাগ, জয়জয়ন্তী
  • ১৯৭২ আলো আমার আলো, মেমসাহেব, হার মানা হার
  • ১৯৭৩ বিজ্ঞান ও বিধাতা:
  • ১৯৭৪ আলো আঁধারে, সুজাতা,
  • ১৯৭৫ আমি সে ও সখা,
  • ১৯৭৭ প্রতিশ্রুতি,
  • ১৯৭৮ প্রণয় পাশা
  • ১৯৮০ দক্ষযজ্ঞ:
  • ১৯৮১ কপালকুণ্ডলা
  • ১৯৮২ মমতা, মায়ের আশীর্বাদ:
  • ১৯৮৫ যোগবিয়োগ।

 

আরও দেখুনঃ

Leave a Comment