যতীন দত্ত

যতীন দত্তঃ বাংলা চলচ্চিত্র তৈরি ও প্রদর্শনের সঙ্গে যুক্ত সংস্থাগুলি প্রথম দিকে নাটকের অংশবিশেষ-এর চলচ্চিত্রায়ণ করত, পরে তারা পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র নির্মাণে এগিয়ে আসে। প্রথম যুগের কাহিনিচিত্র ছিল নির্বাক, এই নির্বাক যুগেই একটি সুসংহত স্টুডিও ব্যবস্থা গড়ে উঠেছিল।

অবিভক্ত বাংলায় নির্মিত প্রথম কাহিনিচিত্র সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র ১৯১৭ সালের ২৪ মার্চ কলকাতা ময়দানের নতুন তাঁবুতে প্রদর্শিত হয়। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে তখনও পর্যন্ত কলকাতায় স্থায়ী প্রেক্ষাগৃহ নির্মিত হয়নি। ছবিটি তৈরি করেন দ এলফিনস্টোন বায়োস্কোপ, ক্যালক্যাটা, যেটি পরবর্তী কালে ম্যাডান থিয়েটার্স নামে পরিচিত হয়।

 

যতীন দত্ত । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

যতীন দত্ত

 

জন্ম কলকাতায়, প্রথাগত শিক্ষা সম্পূর্ণ করে প্রিয়নাথ গাঙ্গুলী প্রতিষ্ঠিত কালী ফিল্মস স্টুডিওতে যোগ দেন যতীন দত্ত। ১৯৩৪-৩৬ সাল পর্যন্ত মধু শীলের সহকারী হিসাবে শব্দগ্রহণের কাজ শেখেন। স্বাধীন শব্দযন্ত্রী হিসাবে প্রথম কাজ কালী ফিল্মস প্রযোজিত এবং জ্যোতিষ মুখার্জী পরিচালিত কচি সংসদ (১৯৩৭)।

 

যতীন দত্ত । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মাঝখানে কিছুদিন ফিল্ম প্রোডিউসার্সে শব্দযন্ত্রী হিসাবে কাজ করলেও ১৯৪২ সালে মধু নীল কালী ফিল্মসের কাজ ছেড়ে দিলে যতীনবাবু কালী ফিল্মসে ফিরে আসেন প্রধান শব্দযন্ত্রী হিসাবে। উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন সতু সেন, সুকুমার দাশগুপ্ত, নরেশ মিত্র, প্রেমেন্দ্র মিত্র, চিত্ত বসু, অগ্রদূত প্রভৃতি।

এম. পি. প্রোডাকসনের অন্তর্গত অগ্রদূত পরিচালক গোষ্ঠীর অন্যতম সদস্য হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। বাংলা ছাড়া হিন্দী ছবিতেও শব্দগ্রহণের দায়িত্ব পালন করেছেন।

 

google news logo

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩৭ কচি সংসদ:
  • ১৯৩৮ দেবী ফুল্লরা
  • ১৯৪০ স্বামী-স্ত্রী. রাজকুমারের নির্বাসন:
  • ১৯৪১ এপার ওপার, নন্দিতা, শেষরক্ষা:
  • ১৯৪৫ পথ বেঁধে দিল,
  • ১৯৪৬ মৌচাকে ঢিল, সাত নম্বর বাড়ী, তুমি আর আমি:
  • ১৯৪৭ অভিযোগ, পথের দাবী, স্বপ্ন ও সাধনা,
  • ১৯৪৮ অনির্বাণ, পূরবী, সমাপিকা,
  • ১৯৪৯ আভিজাত্য, বিদুষী-ভাৰ্য্যা, সঙ্কল্প, বিদ্যাসাগর,
  • ১৯৫১ বাবলা, সহযাত্রী:
  • ১৯৫২ কার পাপে, মেঘমুক্তি;
  • ১৯৫৪- অগ্নিপরীক্ষা:
  • ১৯৫৫ অনুপমা, সবার উপরে
  • ১৯৫৬ ত্রিযামা
  • ১৯৫৭ পথে হল দেরী;
  • ১৯৫৮ সূর্যতোরণ,
  • ১৯৫৯ লালু ভুলু,
  • ১৯৬০ খোকাবাবুর প্রত্যাবর্তন, কুহক;
  • ১৯৬১ অগ্নি সংস্কার,
  • ১৯৬২ বিপাশা, নবদিগন্ত
  • ১৯৬৩ বাদশা, উত্তরায়ণ
  • ১৯৬৫ অন্তরাল, সূর্যতপা, তাপসী,
  • ১৯৬৭ নায়িকা সংবাদ:
  • ১৯৬৮ কখনো মেঘ।

আরও দেখুনঃ

Leave a Comment